স্পোর্টস ডেস্ক :
সিরিজ আগেই হাতছাড়া করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে টাইগ্রেসরা। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। এমন ম্যাচেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি তারা। ৭৭ রানের বিশাল ব্যবধানে পরাজয়ে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে মাঠ ছাড়ল নিগার সুলতানা জ্যোতি ব্রিগেড। এর আগে ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান করেছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। জবাব দিতে নেমে ১৮.১ ওভারে মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। এতে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় অধরাই থাকল বাংলার মেয়েদের।
১৫৬ রানের লক্ষ্যে নেমে দলীয় ৪ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ইনিংসের পঞ্চম বলে স্বাগতিকদের ওপেনার মুর্শিদা খাতুনকে ফেরান অস্ট্রেলিয়ার পেসার মেগান শুট। ২ বলে ১ রান করেন মুর্শিদা। উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন রিতু মনি। তৃতীয় ওভারের প্রথম দুই বলে শুটকে টানা দুটি চার মারেন রিতু। রিতুর সঙ্গে বাংলাদেশের আরেক ওপেনার দিলারা আকতারের জুটিটা ভালোই চলছিল, তখন বাধ সাধেন তায়লা ভ্লামেনিক। চতুর্থ ওভারের পঞ্চম বলে রিতুকে ফেরান ভ্লামেনিক। ১১ বলে ২ চারে ১০ রান করেন রিতু।
মুর্শিদা, রিতু ফেরার পর চারে ব্যাটিংয়ে নামেন স্বর্ণা আকতার। তবে স্বর্ণা তিন বল খেললেও রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন। পঞ্চম ওভারের তৃতীয় বলে স্বর্ণাকে ফেরান এলিসে পেরি। রিতু, স্বর্ণার বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৪.৩ ওভারে ৩ উইকেটে ১৯ রান। সতীর্থদের আসা-যাওয়া একপ্রান্তে অসহায়ের মতো দেখতে থাকেন দিলারা। চতুর্থ উইকেট জুটিতে দিলারা ও ফাহিমা খাতুনের জুটি থিতু হতে না হতেই ভেঙে যায়। অষ্টম ওভারের দ্বিতীয় বলে অ্যাশলে গার্ডনারকে কাট করতে যান দিলারা। এজ হওয়া বল তালুবন্দী করেন অজি উইকেটরক্ষক অ্যালিসা হিলি। ১৮ বলে ১ চারে ১২ রান করেন দিলারা। বাংলাদেশের স্কোর তাতে হয়ে যায় ৭.২ ওভারে ৪ উইকেটে ৩৩ রান।
দিলারার বিদায়ের পরের ওভারেই বাংলাদেশ হারায় আরেক উইকেট। অষ্টম ওভারের চতুর্থ বলে রাবেয়া খানকে বোল্ড করেন জর্জিয়া ওয়ারহ্যাম। ৩৯ রানে ৫ উইকেট হারানোর পর সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন জ্যোতি। এরই মধ্যে নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৪ ওভারে ৯ উইকেটে ৫৩ রান। ম্যাচ জিততে স্বাগতিকদের শেষ ৬ ওভারে দরকার হয় ১০৪ রান। ধ্বংসতূপের মাঝে জ্যোতির ব্যাটিংটা শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছে। দশম উইকেটে ফারিহা তৃষ্ণার সঙ্গে জ্যোতি ২৫ বলে ২৫ রানের জুটি গড়তে অবদান রাখেন জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক এই জুটিতে একাই করেন ১৭ বলে ২২ রান। ১৯ তম ওভারের প্রথম বলে জ্যোতিকে বোল্ড করে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন ওয়ারহ্যাম। ১৮.১ ওভারে বাংলাদেশ অলআউট হয় ৭৮ রানে। জ্যোতির ৩১ বলের ইনিংসে ছিল ৪ চার।
অস্ট্রেলিয়া ৭৭ রানে জিতে টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশকে দিয়েছে ধবলধোলাইয়ের স্বাদ। ম্যাচসেরা হয়েছেন ভ্লামেনিক। অস্ট্রেলিয়ার এই পেসার ৪ ওভারে ১২ রানে নেন ৩ উইকেট। তিনিই আজ সর্বোচ্চ উইকেট নিয়েছেন।
এর আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনির নৈপুণ্যে শুরুটা ভালো পায় সফরকারীরা। ওপেনিং জুটি থেকে আসে ৩৯ রান। সেখানে ১০ রান করে ফেরেন মুনি। তবে মাঝে নাহিদা আক্তারের স্পিন ঘূর্ণিতে ৩৬ রানেই ফেরেন অজিদের ৪ ব্যাটার। ১৫ ওভার ৩ বলে স্কোরবোর্ডে তখন ৫ উইকেটে ৯৮ রান। এতে আরও অল্পের মধ্যেই অজিদের থামানোর আশা জাগে স্বাগতিক দলে।
তবে শেষে সেখানে বাঁধা হয়ে দাঁড়ান তাহিলা ম্যাকগার্থ। তার ২৯ বলে অপরাজিত ৪৩ রানের ঝোড়ো ইনিংসে ৬ উইকেটে দেড়শ পেরিয়ে ১৫৫ রানে থামে অস্ট্রেলিয়া নারী দলের সংগ্রহ। সর্বোচ্চ ৪৫ রান আসে হিলির ব্যাট থেকে।
বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ৩১ রান খরচে সর্বোচ্চ ৩ উইকেট নেনে নাহিদা আক্তার। এছাড়া একটি করে উইকেট নেন শরিফা ও রাবেয়া।