Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অঙ্ক শিক্ষকের কাছে যৌন হেনস্তার শিকার এ অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৪৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
  • ১৯১ জন দেখেছেন

কবিতা কৌশিক

ছোট বেলায় শিক্ষকের কাছে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কবিতা কৌশিক। বিগবস-১৪ সিজনের গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিতার আসরে কবিতা জানিয়েছেন, কৈশোরে শিক্ষকের কাছে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি।

তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে এ অভিনেত্রী বলেন, আমার বয়স তখন ১১ বছর। গণিতে দুর্বল ছিলাম। তাই একজন গৃহশিক্ষক নিযুক্ত করা হয়েছিল। ওই শিক্ষকের বয়স ছিল ৬৫ বছর। তিনি বাসায় পড়াতে আসতেন।

একদিন বাড়িতে বাবা-মা ছিলেন না। ফাঁকা বাড়িতে ওই শিক্ষক অশ্লীল ভাষায় কথা বলছিলেন। এখানেই শেষ নয়, অশালীনভাবে স্পর্শ করারও চেষ্টা করেছিলেন।

এমন পরিস্থিতিতে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন কবিতা। বিষয়টি উল্লেখ করে এ অভিনেত্রী বলেন—ওই শিক্ষককে বলেছিলাম বাবা-মাকে সব বলে দেব। কিন্তু তিনি আমার কথায় সংযত না হয়ে উল্টো বলেছিলেন, তোমার বাবা-মা এসব বিশ্বাস করবেন না।

আরও পড়ুন : চিনির গল্পে সাবলীল অভিনয় মধুমিতার

ওই শিক্ষকের কথাই সত্যি হয়েছিল, কারণ কবিতার বাবা-মা প্রথমে এসব কথা বিশ্বাস করেননি। তার মা ভেবেছিলেন, অংক করবে না বলে এসব বানিয়ে বানিয়ে বলছে কবিতা। পরবর্তীতে ওই শিক্ষক বদলে অন্য একজন শিক্ষক নিযুক্ত করেন তার বাবা-মা।

কলেজ জীবনে মডেলিং শুরু করেন কবিতা। ২০০১ সালে তিনি দিল্লিতে অডিশন দেন ‘কুটুম্ব’ টিভি সিরিয়ালের জন্য। এরপর কাজের সুবিধার জন্য দিল্লি থেকে চলে যান মুম্বাইয়ে। ‘কোই আপনা সা’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘কমল’ প্রভৃতি টিভি সিরিয়ালে অভিনয় করেছেন কবিতা।

২০০৪ সালে ‘এক হাসিনা থি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কবিতা। এরপর ‘মুম্বাই কাটিং’, ‘ফিল্লাম সিটি’, ‘জাঞ্জির’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

অঙ্ক শিক্ষকের কাছে যৌন হেনস্তার শিকার এ অভিনেত্রী

প্রকাশের সময় : ০৬:৪৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০

ছোট বেলায় শিক্ষকের কাছে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কবিতা কৌশিক। বিগবস-১৪ সিজনের গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিতার আসরে কবিতা জানিয়েছেন, কৈশোরে শিক্ষকের কাছে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি।

তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে এ অভিনেত্রী বলেন, আমার বয়স তখন ১১ বছর। গণিতে দুর্বল ছিলাম। তাই একজন গৃহশিক্ষক নিযুক্ত করা হয়েছিল। ওই শিক্ষকের বয়স ছিল ৬৫ বছর। তিনি বাসায় পড়াতে আসতেন।

একদিন বাড়িতে বাবা-মা ছিলেন না। ফাঁকা বাড়িতে ওই শিক্ষক অশ্লীল ভাষায় কথা বলছিলেন। এখানেই শেষ নয়, অশালীনভাবে স্পর্শ করারও চেষ্টা করেছিলেন।

এমন পরিস্থিতিতে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন কবিতা। বিষয়টি উল্লেখ করে এ অভিনেত্রী বলেন—ওই শিক্ষককে বলেছিলাম বাবা-মাকে সব বলে দেব। কিন্তু তিনি আমার কথায় সংযত না হয়ে উল্টো বলেছিলেন, তোমার বাবা-মা এসব বিশ্বাস করবেন না।

আরও পড়ুন : চিনির গল্পে সাবলীল অভিনয় মধুমিতার

ওই শিক্ষকের কথাই সত্যি হয়েছিল, কারণ কবিতার বাবা-মা প্রথমে এসব কথা বিশ্বাস করেননি। তার মা ভেবেছিলেন, অংক করবে না বলে এসব বানিয়ে বানিয়ে বলছে কবিতা। পরবর্তীতে ওই শিক্ষক বদলে অন্য একজন শিক্ষক নিযুক্ত করেন তার বাবা-মা।

কলেজ জীবনে মডেলিং শুরু করেন কবিতা। ২০০১ সালে তিনি দিল্লিতে অডিশন দেন ‘কুটুম্ব’ টিভি সিরিয়ালের জন্য। এরপর কাজের সুবিধার জন্য দিল্লি থেকে চলে যান মুম্বাইয়ে। ‘কোই আপনা সা’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘কমল’ প্রভৃতি টিভি সিরিয়ালে অভিনয় করেছেন কবিতা।

২০০৪ সালে ‘এক হাসিনা থি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কবিতা। এরপর ‘মুম্বাই কাটিং’, ‘ফিল্লাম সিটি’, ‘জাঞ্জির’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন তিনি।