Dhaka রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অক্টোবর থেকে সারাদেশে ২৫৩ অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক :

বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা হরতাল ও অবরোধকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) পর্যন্ত সারা দেশে ২৫৩টি স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এসব আগুন নির্বাপণ করে। এছাড়া সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের ঢাকা সিটিতে একটি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদফতর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের ঢাকা সিটিতে একটি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। গুলিস্তানের জিরো পয়েন্টে এ আগুনের ঘটনায় ‘তানজিল পরিবহন’-এর একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ও ১০ জন জনবল কাজ করে।

মো. শাহজাহান শিকদার জানান, ২৮ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা মোট ২৫৩টি অগ্নিসংযোগ (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) করেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এসব আগুন নির্বাপণ করেছে।

একদিন বিরতি দিয়ে বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। একই সঙ্গে ১০ ডিসেম্বও রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারা দেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।

উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের প্রতিবাদে বুধবার সকাল থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অক্টোবর থেকে সারাদেশে ২৫৩ অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিস

প্রকাশের সময় : ০২:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা হরতাল ও অবরোধকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) পর্যন্ত সারা দেশে ২৫৩টি স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এসব আগুন নির্বাপণ করে। এছাড়া সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের ঢাকা সিটিতে একটি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদফতর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের ঢাকা সিটিতে একটি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। গুলিস্তানের জিরো পয়েন্টে এ আগুনের ঘটনায় ‘তানজিল পরিবহন’-এর একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ও ১০ জন জনবল কাজ করে।

মো. শাহজাহান শিকদার জানান, ২৮ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা মোট ২৫৩টি অগ্নিসংযোগ (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) করেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এসব আগুন নির্বাপণ করেছে।

একদিন বিরতি দিয়ে বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। একই সঙ্গে ১০ ডিসেম্বও রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারা দেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।

উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের প্রতিবাদে বুধবার সকাল থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো।