কাতারে আটকে পড়া ৪১৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। করোনাভাইরাসের কারণে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছিলেন তারা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৬টা ১৯ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। কাতারের রাজধানী দোহা থেকে রওনা করেন তারা।
জানা গেছে, করোনা প্রাদুর্ভাবে দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। উভয় দেশের সরকারের সহযোগিতায় বিমানের চার্টার্ড ফ্লাইটে তারা বৃহস্পতিবার দেশে ফেরেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়নি।