মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালে আরিচা ঘাটের ভাটি এলাকায় এই ট্রলার ডুবির ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ট্রলারে থাকা লোকজন সাতরিয়ে উঠে আসলেও অনেক গরু পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন ট্রলার উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কবীর জানান, শুক্রবার সকাল পৌনে নয়টায় পাবনার নগরবাড়ি থেকে গরু বোঝাই একটি ট্রলার আরিচা আসছিল।
প্রবল স্রোত ও অতিরিক্ত বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে প্রায় ৪০টি গরু ছিল। ১০টি গরু উদ্ধার করা গেলেও বাকি গরু ও ট্রলার উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ট্রলারে থাকা সকল লোকজন উদ্ধার হয়েছে। ট্রলার উদ্ধারে ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছে।