হাত ছেড়ে মোটরসাইকেল চালাতে গিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছে। তারা সবাই মাদরাসায় নবম শ্রেণিতে পড়তো।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট-পানিতলা সড়কের একডালা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জের বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মিলন কুমার চ্যাটার্জি বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলো, বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টা ইউনিয়নের সোবহানপুর পোড়াবাড়ি গ্রামের মোজাফফর হোসেনের ছেলে সুমন মিয়া (১৬), একই ইউনিয়নের কুপা গ্রামের শাহজাহান আলীর ছেলে আবদুল্লাহ (১৬) ও একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে শাকিব মিয়া (১৭)। তারা স্থানীয় দাড়িদহ সিনিয়র ফাজিল মাদরাসায় নবম শ্রেণিতে পড়তো।
বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টা ইউনিয়নের চেয়ারম্যান এসএম রূপম ও স্থানীয়রা জানান, সুমন ও শাকিব সম্পর্কে খালাতো ভাই। বুধবার শাকিব তার বড় ভাইয়ের মোটরসাইকেলে খালাতো ভাই সুমন ও বন্ধু আবদুল্লাহকে নিয়ে শিবগঞ্জ উপজেলা সংলগ্ন গাইবান্ধার গোবিন্দগঞ্জের বানেশ্বর নিছকিনচাপড় গ্রামে খালার বাড়িতে বেড়াতে যায়।
মিলন কুমার চ্যাটার্জি জানান, বৃহস্পতিবার বিকেলে তারা বাড়িতে ফিরছিল। গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট-পানিতলা সড়কের একডালা মোড়ে পৌঁছলে শাকিব নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে থাকা একটি ফলকে ধাক্কা দিয়ে পড়ে যায়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই সুমন মারা যায়। মুমূর্ষু আবদুল্লাহকে গোবিন্দগঞ্জ হাসপাতালে ও শাকিবকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
ময়দানহাট্টা ইউনিয়নের চেয়ারম্যান এসএম রূপম জানান, পুলিশ নিহত তিন মাদরাসাছাত্রের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে। জানাজা শেষে নিজ নিজ এলাকার পারিবারিক গোরস্থানে লাশগুলো দাফন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, তিনজন একই মোটরসাইকেলে যাচ্ছিলেন। রাস্তা ফাঁকা পেয়ে চালক দুই হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের ফলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন এবং গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজন মারা যায়।