Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

২৯ বছর পূর্ণ করলো মাধুরী অভিনিত সাজন

সাজন ছবির দৃশ্যে মাধুরী, সালমান খান ও সঞ্জয় দত্ত

দেখতে দেখতে ২৯ বছর পূর্ণ করলো সুপারহিট হিন্দি ছবি সাজন। গানে আর অভিনয়ে কী জনপ্রিয়ই না ছিল সাজন। ভারতে তো বটেই বাংলাদেশও ঘরে ঘরে বাজতো সাজনের গান।

লরেন্স ডি’সুজা পরিচালিত এবং সালমান খান, সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত অভিনীত ‘সাজান’ মুক্তির ২৯ বছর পূর্ণ হয়েছে ৩০ শে আগস্ট।

আরও পড়ুন : আত্মহত্যা করেছেন বাংলাদেশি তরুণ অভিনেত্রী লরেন মেন্ডেস!

ছবিটির ২৯ বছর পূর্তি উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ‘সাজান’-এর একটি দৃশ্য শেয়ার করেছেন মাধুরী দীক্ষিত। একইসঙ্গে তিনি জানিয়েছেন কেনো এই ছবিতে অভিনয়ের জন্য রাজি হয়েছিলেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির ক্যাপশনে বলিউডের এই অভিনেত্রী লিখেছেন- সাজান-এর চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গে এতে অভিনয়ের জন্য রাজি হয়ে যাই। কারণ এর গল্পটি রোমান্টিক, সংলাপগুলো কাব্যময় এবং সংগীত অসাধারণ ছিল!

 

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

২৯ বছর পূর্ণ করলো মাধুরী অভিনিত সাজন

প্রকাশের সময় : ০৫:৩৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০

দেখতে দেখতে ২৯ বছর পূর্ণ করলো সুপারহিট হিন্দি ছবি সাজন। গানে আর অভিনয়ে কী জনপ্রিয়ই না ছিল সাজন। ভারতে তো বটেই বাংলাদেশও ঘরে ঘরে বাজতো সাজনের গান।

লরেন্স ডি’সুজা পরিচালিত এবং সালমান খান, সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত অভিনীত ‘সাজান’ মুক্তির ২৯ বছর পূর্ণ হয়েছে ৩০ শে আগস্ট।

আরও পড়ুন : আত্মহত্যা করেছেন বাংলাদেশি তরুণ অভিনেত্রী লরেন মেন্ডেস!

ছবিটির ২৯ বছর পূর্তি উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ‘সাজান’-এর একটি দৃশ্য শেয়ার করেছেন মাধুরী দীক্ষিত। একইসঙ্গে তিনি জানিয়েছেন কেনো এই ছবিতে অভিনয়ের জন্য রাজি হয়েছিলেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির ক্যাপশনে বলিউডের এই অভিনেত্রী লিখেছেন- সাজান-এর চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গে এতে অভিনয়ের জন্য রাজি হয়ে যাই। কারণ এর গল্পটি রোমান্টিক, সংলাপগুলো কাব্যময় এবং সংগীত অসাধারণ ছিল!