শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০১ অপরাহ্ন

১/১১ ভয় দেখিয়ে অন্তর্বর্তী সরকার সমর্থন নিতে চায় : রিজভী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
১/১১ ভয় দেখিয়ে অন্তর্বর্তী সরকার সমর্থন নিতে চায় : রিজভী

নিজস্ব প্রতিবেদক : 

১/১১ ভয় দেখিয়ে অন্তর্বর্তী সরকার সমর্থন নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৫ জানুয়ারি) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এ কথা বলেন। আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

রিজভী বলেন, ১/১১ ভয় দেখিয়ে অন্তর্বর্তী সরকার সমর্থন নিতে চায়। তবে ভয় দেখিয়ে লাভ হবে না। কিন্তু ভয় দেখিয়ে লাভ হবে না। সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি। লড়াই সংগ্রাম করে বিএনপি টিকে আছে।

তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। বিএনপি সবসময় অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সব সময় সোচ্চার ছিল এখনও আছে আগামীতেও থাকবে। সরকারের চালচলন দেখে মনে হয় এরাই ১/১১ সরকারের ছায়া।

রিজভী বলেন, আন্তর্জাতিক মাস্টার প্লানের অংশ ছিল আগে স্থানীয় নির্বাচন। এই সরকার তো ছাত্র জনতার আন্দোলন ও রক্তের ফসল। আমরা আশা করি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এই সরকার। কিন্তু প্রয়োজনীয় সংস্কারে তাদের মনোযোগ নেই। একদিকে কলকারখানা বন্ধ হচ্ছে, অর্থনীতি নিম্নমুখী। জনকল্যাণে মনোযোগ না দিয়ে ঘোরপ্যাঁচের মধ্যে আছে সরকার। বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে। প্রয়োজনে আইন করে পদক্ষেপ নেবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নীতির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচিত সরকার গঠনে এত গড়িমসি কেন? জাতীয় নির্বাচনের আগে কেন স্থানীয় নির্বাচন দিতে হবে?

তিনি আরও বলেন, আমরা মনে করেছিলাম সবার মত অনুযায়ী এই সরকার একটা সুষ্ঠু নির্বাচন দেবে, যেটা শেখ হাসিনা করতে দেননি। কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এখন শঙ্কার কথা বলা হচ্ছে। সরকারের সঙ্গে যাদের সখ্য বেশি বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে, তাদের অনেকেই এখন উঠেপড়ে লেগেছে। এই সরকার আমাদের আবার এক এগারোর ভয় দেখাচ্ছে! আমরা এসব পরিস্থিতি পার করেই এসেছি। আমাদের কি ভয় আছে?

রিজভী বলেন, নির্বাচিত সরকার গঠনে এত গড়িমসি কেন? আগে স্থানীয় সরকার নির্বাচন কেন? আগে তো জাতীয় নির্বাচন দিতে হবে। নইলে তো মনে হচ্ছে এই সরকারের ওপর ওই ওয়ান ইলেভেনের ছায়া আছে।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, এই সরকারের পক্ষে আমরা ছিলাম, এখনও আছি। কিন্তু আমরা তো চাই গণতন্ত্র, যেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা চাই জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এই সরকার কাজ করবে।

তিনি বলেন, ফখরুদ্দীন-মইনুদ্দিন সরকার ছিল জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের ফসল। তারা সবটাই শেখ হাসিনার স্বার্থে করেছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিদেশে চিকিৎসা নিতে না দেয়ায় আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, পুরো জিয়া পরিবারে নাম-নিশানা শেখ হাসিনা রাখতে চাননি। এ কারণেই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তার বিরুদ্ধে কথা বলা লোকেদের ওপর নির্যাতন চালিয়েছে।

রিজভী বলেন, আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের অংশ ছিল আগে স্থানীয় নির্বাচন। এই সরকারতো ছাত্র-জনতার আন্দোলন ও রক্তের ফসল। আমরা আশা করি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এই সরকার। কিন্তু প্রয়োজনীয় সংস্কারে তাদের মনোযোগ নেই। একদিকে কলকারখানা বন্ধ হচ্ছে, অর্থনীতি নিম্নমুখী। জনকল্যাণে মনোযোগ না দিয়ে ঘোরপ্যাঁচের মধ্যে আছে সরকার। বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে। প্রয়োজনে আইন করে পদক্ষেপ নেবে।

তিনি বলেন, ছাত্র-জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করার উপায় নেই। সুশীল সমাজের নামে যা বলবেন যা করবেন তা মেনে নেওয়ার সুযোগ নেই।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া