Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

১ মিনিটের ‘ঝড়’ তুললেন মাহি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৩২:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ১৯৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন মাহিয়া মাহি। কখনও পাশের বাড়ির মেয়ের ভূমিকায় মিষ্টি হেসে পর্দা দুলিয়েছেন। আবার কখনও অগ্নিকন্যা হয়ে থিয়েটারে দাপট দেখিয়েছেন।

যদিও সিনেমার থেকে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ মিনিটের একটি ভিডিওতে ঝড় তুললেন মাহি। যেখানে নায়িকাকে নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা।

ব্যক্তিজীবনে বিচ্ছেদ, নির্বাচনে হারের পর মাহি নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন। নিয়মিত জিমে যাচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠান-আয়োজনে অংশ নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়ে মাত্র এক মিনিটের নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন।

নিজের ফেসবুকে প্রকাশ করা ওই ভিডিওতে মাহি যেন ধরা দিয়েছেন স্বর্গের সবচেয়ে লাস্যময়ী অপ্সরা হয়ে। ‘কই জানে না’ সিনেমার ‘আশিকি’ গানের সঙ্গে শরীর দোলাচ্ছেন পরনে কালো লেগিংস। একই রংয়ের টিশার্টের ওপর চাপিয়েছেন গলাপি রঙয়ের জ্যাকেট। পায়ে ধবধবে সাদা কেডসে। মৃদু আলো ও আধারের মাখামাখি পরিবেশে এমন রূপে মাহি যেন চাঁদ ধোয়া জ্যোৎস্নার মতো মুগ্ধতা ছড়াচ্ছিলেন।

যেই ভিডিওটি প্রকাশের ২০ ঘণ্টায় ৫০ লাখের মতো মানুষ দেখেছেন। একইসঙ্গে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় দেড় লাখ মানুষ। যারা অধিকাংশই মাহির নতুন লুক, নাচের প্রশংসা করেছেন।

ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, মাহি ফুরিয়ে যাননি। তিনি আবারও ফিরবেন নতুনভাবে। ভক্তদের এমনসব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করেছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি। একইসঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফিরবেন। বুঝেশুনে কাজ করবেন।

একজন লিখেছেন, ‘কতবার যে দেখছি, তার হিসাব ছাড়া।’ আরেকজন তো ভাবতেই পারেননি এ লাস্যময়ী অবতার মাহির। তিনি লিখেছেন, ‘প্রথমে দেখে মনে করছিলাম বলিউডের কোনো নায়িকার ভিডিও শেয়ার করছেন, পরে দেখে বুঝলাম সে তো ঢালিউড অগ্নি তবে এটা সত্য যে বর্তমানে তোমাকে বলিউডের নায়িকাদের মতো লাগছে। কি বডি ফিটনেস আর গ্ল্যামার! ফিদা ফিদা আমাদের জুনিয়র বলিউড মাহি।’

উল্লেখ্য, মাহিকে সবশেষ দেখা গেছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। যেখানে প্রথমবারের মতো পর্দায় শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। নায়িকার নতুন এই অবতার দর্শকরাও লুফে নিয়েছে। পাশাপাশি অভিনয়ের প্রশংসা করেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১ মিনিটের ‘ঝড়’ তুললেন মাহি

প্রকাশের সময় : ০৬:৩২:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

বিনোদন ডেস্ক : 

ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন মাহিয়া মাহি। কখনও পাশের বাড়ির মেয়ের ভূমিকায় মিষ্টি হেসে পর্দা দুলিয়েছেন। আবার কখনও অগ্নিকন্যা হয়ে থিয়েটারে দাপট দেখিয়েছেন।

যদিও সিনেমার থেকে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ মিনিটের একটি ভিডিওতে ঝড় তুললেন মাহি। যেখানে নায়িকাকে নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা।

ব্যক্তিজীবনে বিচ্ছেদ, নির্বাচনে হারের পর মাহি নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন। নিয়মিত জিমে যাচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠান-আয়োজনে অংশ নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়ে মাত্র এক মিনিটের নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন।

নিজের ফেসবুকে প্রকাশ করা ওই ভিডিওতে মাহি যেন ধরা দিয়েছেন স্বর্গের সবচেয়ে লাস্যময়ী অপ্সরা হয়ে। ‘কই জানে না’ সিনেমার ‘আশিকি’ গানের সঙ্গে শরীর দোলাচ্ছেন পরনে কালো লেগিংস। একই রংয়ের টিশার্টের ওপর চাপিয়েছেন গলাপি রঙয়ের জ্যাকেট। পায়ে ধবধবে সাদা কেডসে। মৃদু আলো ও আধারের মাখামাখি পরিবেশে এমন রূপে মাহি যেন চাঁদ ধোয়া জ্যোৎস্নার মতো মুগ্ধতা ছড়াচ্ছিলেন।

যেই ভিডিওটি প্রকাশের ২০ ঘণ্টায় ৫০ লাখের মতো মানুষ দেখেছেন। একইসঙ্গে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় দেড় লাখ মানুষ। যারা অধিকাংশই মাহির নতুন লুক, নাচের প্রশংসা করেছেন।

ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, মাহি ফুরিয়ে যাননি। তিনি আবারও ফিরবেন নতুনভাবে। ভক্তদের এমনসব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করেছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি। একইসঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফিরবেন। বুঝেশুনে কাজ করবেন।

একজন লিখেছেন, ‘কতবার যে দেখছি, তার হিসাব ছাড়া।’ আরেকজন তো ভাবতেই পারেননি এ লাস্যময়ী অবতার মাহির। তিনি লিখেছেন, ‘প্রথমে দেখে মনে করছিলাম বলিউডের কোনো নায়িকার ভিডিও শেয়ার করছেন, পরে দেখে বুঝলাম সে তো ঢালিউড অগ্নি তবে এটা সত্য যে বর্তমানে তোমাকে বলিউডের নায়িকাদের মতো লাগছে। কি বডি ফিটনেস আর গ্ল্যামার! ফিদা ফিদা আমাদের জুনিয়র বলিউড মাহি।’

উল্লেখ্য, মাহিকে সবশেষ দেখা গেছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। যেখানে প্রথমবারের মতো পর্দায় শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। নায়িকার নতুন এই অবতার দর্শকরাও লুফে নিয়েছে। পাশাপাশি অভিনয়ের প্রশংসা করেছে।