মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৬ পূর্বাহ্ন

১৫ সেপ্টেম্বর জেদ্দা থেকে বিমানের বিশেষ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
১৫ সেপ্টেম্বর জেদ্দা থেকে বিমানের বিশেষ ফ্লাইট
সংগৃহিত ছবি

দেশে আসতে আগ্রহী প্রবাসীদের আনতে সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৫ সেপ্টেম্বর সৌদি আরব থেকে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় সংস্থাটি। সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি।

তাদের দেশে ফেরার সুবিধার্থে ধারাবাহিক বিশেষ ফ্লাইটের অংশ হিসেবে রিয়াদে এই ফ্লাইট পরিচালনা করছে বিমান।

আরও পড়ুন : বাংলাদেশিরা কবে থেকে সৌদি আরব যেতে পারবে?

বিমানের ওয়েবসাইটে জানানো হয়েছে, দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত লিংকে ঢুকে নিবন্ধন করতে পারবেন। জেদ্দা থেকে ঢাকায় ইকোনমি আসনে ভাড়া নিচ্ছে দুই হাজার ২০০ রিয়াল। একইসঙ্গে বাংলাদেশ ও সৌদি সরকারের স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের ভ্রমণ করতে হবে।

ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: