বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

১২ সেপ্টেম্বর থেকে শুরু ইংলিশ প্রিমিয়ার লীগ: সূচি ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
১২ সেপ্টেম্বর থেকে শুরু ইংলিশ প্রিমিয়ার লীগ: সূচি ঘোষণা
সংগৃহিত ছবি

আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগ। এটি আগামী বছর ২৩ মে শেষ হবে। ইউরোপের সবচেয়ে জমজমাট ফুটবল লীগের আসর ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন মৌসুমের সূচি ঘোষণা করা হয়েছে।

নতুন সূচিতে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ও নবাগত লিডস ইউনাইটেডের মধ্য দিয়ে শুরু হবে এবারের আসর। এই মৌসুম দিয়ে দীর্ঘ ১৬ বছর পর প্রিমিয়ার লীগে প্রত্যাবর্তন করতে যাচ্ছে লিডস।

সূচিতে প্রথম সপ্তাহে ম্যানইউ এবং ম্যানসিটির কোনো ম্যাচ রাখা হয়নি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এই দুই ক্লাব মৌসুম শেষে অন্তত একমাসের বিশ্রাম চেয়েছিল।

আরও পড়ুন : পাহাড়সমান লজ্জা মাথায় নিয়ে বার্সা কোচের বিদায়

এ কারণে ১৯ সেপ্টেম্বর অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করবে রেড ডেভিলরা। অ্যাস্টন ভিলার ম্যাচও রাখা হয়নি প্রথমদিনের ফিকশ্চারে।

প্রথমদিন লিভারপুল-লিডস ছাড়াও আরও ম্যাচ রয়েছে আর্সেনাল-ফুলহ্যাম এবং টটেনহ্যাম-এভারটনের।

দু’দিন পর ১৪ সেপ্টেম্বর চেলসি লড়বে ব্রাইটনের বিপক্ষে। এদিকে প্রথমদিন ফিকশ্চারে ছিল ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্নলির ম্যাচও।

করোনাভাইরাসের কারণে আগামী মৌসুমে প্রিমিয়ার লীগে কোনো শীতকালীন বিরতি রাখা হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: