বিনোদন ডেস্ক :
সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে গত কয়েকদিন ধরে ব্যাপক ভাইরাল ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি দৃশ্যের সংলাপ। যেখানে নায়ক বকুল চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক বাপ্পারাজকে বলতে শোনা যায়, ‘চাচা, হেনা কোথায়?’ ভাইরাল এ সংলাপ নিয়েই ব্যাপক মাতামাতি হচ্ছে বিভিন্ন মাধ্যমে।
প্রেমের সমাধি সিনেমাটিতে হেনা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শাবনাজ। আর তার বাবার চরিত্রে ছিলেন অভিনেতা আনোয়ার হোসেন। প্রেমিকার বাবার কাছে হেনা কোথায় জানতে চাওয়ার সংলাপ যখন চারদিকে চর্চায়, তখন জানা গেল কোথায় আছেন সিনেমার সেই হেনা।
সোশ্যাল মিডিয়ায় নতুন করে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। যেখানে লেখা আছে, ‘বিশ্বাস করুন, হেনা আমার কাছে।’ যা নজরে এসেছে সিনেমার হেনা, অর্থাৎ চিত্রনায়িকা শাবনাজের স্বামী চিত্রনায়ক নাঈমের।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন চিত্রনায়ক নাঈম ও শাবনাজ।
নাঈম বলেন, আসলেই তো। হেনা তো আমার কাছেই। সিনেমাটি যখন হয়েছে, তার আগেও শাবনাজ ও আমার বিয়ে হয়েছে। অর্থাৎ, হেনা আমার হয়ে গেছ।
সিনেমা মুক্তির ২৯ বছর পরও মানুষের ভালোবাসায় অভিভূত নাঈম। তিনি বলেন, ১৯৯৬ সালের সিনেমা ‘প্রেমের সমাধি’। তার আগেই আমার ও শাবনাজের বিয়ে হয়ে গেছে। সিনেমা মুক্তির এত বছর পরও কয়েক প্রজন্মের মানুষ তাদের অভিনয় নিয়ে কথা বলছেন; অভিনয়শিল্পীকে নিয়ে কথা বলছেন। সেই দৃশ্যের সঙ্গে একাত্ম হচ্ছেন। বিনোদিত হচ্ছেন। তাদের সময়কে রাঙিয়ে তুলছেন, তা–ও এত বছর পর। শিল্পীর জন্য এটাই তো অনেক বড় বিষয়।
নাঈম-শাবনাজের ৩১ বছরের দাম্পত্য জীবন। তাদের সংসার আলো করে জন্ম নিয়েছে দুই কন্যাসন্তান। একজন দেশের বাইরে থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়েছেন। আরেকজন দেশে পড়াশোনা করছেন। ভাইরাল ভিডিওটি তারকা দম্পতির দুই কন্যারও নজর কেড়েছে। এ তথ্য জানিয়ে নাঈম বলেন, আমাদের বাচ্চারাও ভীষণ মজা পাচ্ছে। সবাই মিলে আমরা ভীষণ উপভোগ করছি।
নাঈমের স্ত্রী অর্থাৎ পর্দার ‘হেনা’ নেটিজেনদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত। এ বিষয়ে শাবনাজ বলেন, আমি আর বাপ্পা ভাই তো খুব মজা নিচ্ছি। তবে ভালো লাগছে, মানুষ যে সিনেমাটির কথা এখন আবার মনে করছে। নায়ক-নায়িকার আবেগ-অনুভূতির সঙ্গে নিজেরা কানেক্ট করতে পারছেন। সিনেমাটি তখনো প্রশংসিত হয়েছে; এখনো প্রশংসিত হচ্ছে। একজন অভিনয়শিল্পী হিসেবে এটা তো অনেক বড় পাওয়া।
প্রসঙ্গত, একসঙ্গে পর্দায় কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন চিত্রনায়িকা শাবনাজ ও চিত্রনায়ক নাঈম। তারপর ভালোবেসে ১৯৯৪ সালে তারা বিয়ে করেন। দীর্ঘ ৩১ বছরের দাম্পত্যজীবনে দুই কন্যাসন্তানের জনক তারা।