বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি শিল্পী আকবরের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
হাসপাতালে ভর্তি শিল্পী আকবরের অবস্থা আশঙ্কাজনক
হাসপাতালে শিল্পী আকবর

হাসপাতালে ভর্তি শিল্পী আকবরের অবস্থা আশঙ্কাজনক। এ তথ্য জানিয়েছেন আকবরের মেয়ে অথৈ। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ‘তোমার হাত পাখার বাতাসে’ গানের শিল্পী আকবর।

জানা গেছে, ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছেন আকবর। ঈদুল আজহার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। কোমর থেকে শরীরের নিচ পর্যন্ত অবশ হয়ে আছে। এর পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : দিলীপ কুমারের ভাই মারা গেলেন করোনায় আক্রান্ত হয়ে

আকবরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার মেয়ে অথৈ একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন-আমার আব্বুর অবস্থা খুবই আশঙ্কাজনক। ডাক্তার বলেছেন, যেকোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। সবাই আব্বুর জন্য বেশি বেশি দোয়া করবেন। আমরা যেন আব্বুকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে পারি। আব্বু খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ তুমি আমার আব্বুর কষ্ট একটু কমিয়ে দাও। আব্বুকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমিন।

রিকশাচালক থেকে রাতারাতি শিল্পী বনে যান আকবর। ইত্যাদির মাধ্যমে উঠে আসা এই শিল্পী ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে মাত করেছিলেন অসংখ্য শ্রোতা। সেই সময়টা বেশ ভালোই কাটছিল।

কিন্তু তার কপালে এ সুখ বেশি দিন টিকেনি। অসুস্থ হয়ে পথে বসেন তিনি। করোনার এই সংকটকালে অভাব অনটনের মধ্য দিয়ে দিন পার করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া