বিনোদন ডেস্ক :
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কলম্বিয়ান পপতারকা শাকিরা। বাতিল হয়েছে তার পেরুর কনসার্ট। পাকস্থলির জটিলতায় ভুগছেন তিনি। বর্তমানে পেরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন শাকিরা। অসুস্থতার কারণে রোববার (১৬ ফেব্রুয়ারি) ও সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য তাঁর কনসার্ট স্থগিত করা হয়েছে।
অসুস্থতার খবর সামাজিকমাধ্যম এক্স (টুইটার) হ্যান্ডেলে নিজেই জানান এই পপতারকা। ওই পোস্টে তিনি লেখেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত রাতে হঠাৎ পেটব্যথার কারণে আমাকে জরুরি বিভাগে যেতে হয়েছিল। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছি।’
শাকিরা আরও জানান, বর্তমানে তিনি পারফর্ম করার মতো অবস্থায় নেই। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিন গায়িকা আরও জানান যে ডাক্তাররা তাকে পারফর্ম করতে বারণ করেছেন। ফলে তার এখন সেই অবস্থা নেই যাতে তিনি স্টেজে উঠে পারফর্ম করতে পারেন। শাকিরা এদিন আরও জানিয়ে দেন এভাবে শো পিছিয়ে দেওয়ায় তিনি ভীষণই দুঃখিত কারণ তিনি মুখিয়ে ছিলেন তার পেরুর অনুরাগীদের জন্য, তাদের সামনে পারফর্ম করার জন্য।
তবে তিনি আশ্বস্ত করেছেন যে তার টিম এবং কনসার্টের প্রচারকরা শো এর জন্য নতুন তারিখ কবে জানানো গবে সেটা নিয়ে কাজ করা শুরু করেছেন। এই বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।’
সব ঠিক থাকলে শিগগিরই পুনর্র্নিধারিত সময়েই পেরুতে পারফর্ম করবেন। তারপর কলম্বিয়া সফরে যাবেন একাধিক শোয়ের উদ্দেশে।