বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি ঐশ্বরিয়া- আরাধ্যা

বিনোদন ডেস্ক
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২০

করোনায় আক্রান্ত হয়ে ছিলেন আগেই। বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন। এবার হাসপাতালে ভর্তি হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্যা। শুক্রবার রাতে তাদের মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।
এরপরই টিনশেল টাউনে জল্পনা শুরু হয়ে গিয়েছে। দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ার ফলেই কি তাদের হাসপাতালে ভর্তি করা হল, উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, আগেই করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। গত শনিবার তারা করোনায় আক্রান্ত হন। রবিবারে ঐশ্বরিয়া ও তার মেয়ের রিপোর্ট পজিটিভ আসে।

প্রথমে র‌্যাপিড টেস্ট নেগেটিভ বললেও দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ সোয়াব স্যাম্পেল টেস্টের ফল পজিটিভ। সূত্রের খবর, অভিষেক যে ডাবিং স্টুডিওতে গিয়েছিলেন, সেখান থেকেই সংক্রমণ ছড়ায় বলে অনুমান।
জয়া ছাড়াও অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা, নভ্যা নভেলি এবং অগস্থ্যার রিপোর্টও নেগেটিভ এসেছে। সংক্রমিত হওয়ার পর থেকেই হোম আইসোলেশনে ছিলেন মা ও মেয়ে। কিন্তু আচমকাই তাদের শ্বাসকষ্ট শুরু হয়েছে বলে জানা গেছে। তাই তাদের হাসপাতালে ভর্তি করা হল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া