মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

হার্ট অ্যাটাক করা যাত্রীকে নিয়ে শাহ আমানতে বিমান অবতরণ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
হার্ট অ্যাটাক করা যাত্রীকে নিয়ে শাহ আমানতে বিমান অবতরণ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকাগামী থাই এয়ারের একটি ফ্লাইট এক যাত্রীর ‘হার্ট অ্যাটাকের’ কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ওই যাত্রীর নাম সাজ্জাদ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টায় ‘টিএইচএ ৩৯৯’ ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে রাত ১টা ৩১ মিনিটে বিমানটির গেট খোলা হলে বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসক রাত ১টা মিনিটে ৪০ মিনিটে বিমানে প্রবেশ করেন এবং ওই যাত্রীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন। এরপর বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে বিষয়টি জানানো হয়। ইসিজি ছাড়া নিশ্চিত মৃত্যু ঘোষণা করা সম্ভব নয় বলে চিকিৎসক জানান।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগের দায়িত্বে থাকা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি বলেন, এয়ারক্রাফটে একজন যাত্রী অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট অ্যাটাক করার কারণে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করেছে এবং বিমানটির ক্যাপ্টেন সবচেয়ে কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে রাত ১২টা ৩৯ মিনিটে অবহিত করেন। রাত ১২টা ৪৫ মিনিটে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রাত ১টায় অবতরণ করে ফ্লাইটটি।

তিনি আরও বলেন, বিমানবন্দরের চিকিৎসক যাত্রীকে মৃত অবস্থায় পাওয়ার পর নিশ্চিত হতে ইসিজি করানোর পরামর্শ দেন। পরে ওই যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। এরপর যাত্রীর অবস্থা নিয়ে থাই এয়ারওয়েজের ম্যানেজারের সঙ্গে বিমানবন্দরের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। থাই কর্তৃপক্ষ যাত্রীকে অন বোর্ডেই ঢাকায় নিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত জানান।
পরে রাত ৩টা ৪০ মিনিটে বিমানটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বলে জানান প্রকৌশলী ইব্রাহিম খলিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া