Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হানিফ ফ্লাইওভারে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় পিকআপভ্যানের ধাক্কায় আমিনুল ইসলাম (৪৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছেন।

সোমবার (১০ জুন) দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় ওই মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

নিহত ব্যক্তি বগুড়ার গাবতলী থানাধীন নারুয়ামালা গ্রামের আজাদ হোসেনের ছেলে। বর্তমানে রাজধানীর বসিলা এলাকায় থাকতেন।

বংশাল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল ইসলাম জানান, খবর পেয়ে ফ্লাইওভারের ঢালে চানখাঁরপুল এলাকায় গিয়ে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই মোটরসাইকেল চালক ফ্লাইওভার থেকে নামার সময় পেছন থেকে পিকআপভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ঘটনায় পিকআপভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

নিহত মোটরসাইকেল চালকের ছেলে সীমান্ত বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে বাবাকে মৃত অবস্থায় দেখতে পাই। বাবা ব্যবসার কাজে বাসা থেকে বের হয়েছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

হানিফ ফ্লাইওভারে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশের সময় : ০১:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় পিকআপভ্যানের ধাক্কায় আমিনুল ইসলাম (৪৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছেন।

সোমবার (১০ জুন) দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় ওই মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

নিহত ব্যক্তি বগুড়ার গাবতলী থানাধীন নারুয়ামালা গ্রামের আজাদ হোসেনের ছেলে। বর্তমানে রাজধানীর বসিলা এলাকায় থাকতেন।

বংশাল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল ইসলাম জানান, খবর পেয়ে ফ্লাইওভারের ঢালে চানখাঁরপুল এলাকায় গিয়ে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই মোটরসাইকেল চালক ফ্লাইওভার থেকে নামার সময় পেছন থেকে পিকআপভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ঘটনায় পিকআপভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

নিহত মোটরসাইকেল চালকের ছেলে সীমান্ত বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে বাবাকে মৃত অবস্থায় দেখতে পাই। বাবা ব্যবসার কাজে বাসা থেকে বের হয়েছিলেন।