শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

হাতিরঝিলে ইন্টারনেট কর্মচারী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
হাতিরঝিলে ইন্টারনেট কর্মচারী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে মো. সুমন (২৫) নামে এক ইন্টারনেট কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধ সুমনকে হাসপাতালে নিয়ে আসা তার বোন ইভা বলেন, আমার ভাই ইন্টারনেট কোম্পানিতে লাইনম্যানের কাজ করেন। গতকাল রাতে রামপুরা ওয়াপদা রোডের একটি চায়ের দোকানের সামনে ১২-১৫ জন মুখোশধারী মোটরসাইকেলযোগে এসে এলোপাথাড়ি গুলি চালায়। এতে আমার ভাই ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, কেবা কারা কী কারণে গুলি করেছে সে বিষয়টি বলতে পারছি না। আমাদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার কুতুমপুর গ্রামে। রামপুরার ওয়াপদা রোডের দুই নম্বর গলি এলাকার একটি বাসায় ভাড়া থাকি আমরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাতিরঝিল এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমন নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে ওই যুবককে ভর্তি দিয়েছেন চিকিৎসক। ঘটনার বিষয়টি আমরা হাতিরঝিল থানা পুলিশকে জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া