Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হাওরে কৃষকদের বোরো ধানের উপযুক্ত মূল্য নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

কৃষিমন্ত্রী ড. মো আব্দুস শহীদ বলেছেন, সুনামগঞ্জের হাওরে কৃষকদের বোরো ধানের উপযুক্ত মূল্য নির্ধারণ করা হবে যাতে তারা ফসলের যথাযথ দাম পায়। এখানে কোনো মধ্যস্বত্বভোগীরা যাতে কোনো সুবিধা না পায়, কোনো সিন্ডিকেট তৈরি করতে না পারে সে ব্যবস্থা করা হবে।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের দেখার হাওরে কৃষকদের সঙ্গে বোরো ধান কর্তনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী দুই কোটি ২২ লাখ মেট্রিক টন খাদ্য উৎপাদনের জন্য আমরা চেষ্টা করছি। কৃষকরা যাতে ধানের দাম বা চালের দাম সঠিকভাবে পায়। কৃষকের বাঁচার জন্য যে প্রয়োজন সেটুকু বিবেচনা করে মূল্য নির্ধারণের জন্য চেষ্টা করব। আমরা চাই কৃষকরা যেন সঠিকমূল্যে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেন। এজন্য তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় সেটা নিশ্চিত করা হবে।

কৃষিমন্ত্রী বলেন, সুনামগঞ্জ জেলা অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ জেলা। এখানে বন্যা হয় বেশি, খরার সময়ও মাঠ-ঘাট ফেটে যায়। আমরা চেষ্টা করব কৃষকরা যাতে ধানের সঠিক মূল্য পায়। মধ্যস্বত্বভোগীরা যেন মুনাফা না নিতে পারে। মধ্যস্বত্বভোগীরা যেন কোনো সিন্ডিকেট তৈরি করে কৃষকদের গলায় ফাঁসি না দেয়। সবাই সজাগ থাকলে কৃষকরা বঞ্চিত হবেন না।

তিনি বলেন, কৃষিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। কৃষকের ধানের মূল্য নির্ধারণ করতে আগামী পরশু (রবিবার) মিটিং করব। দাম নির্ধারণ করে সরকারের কাছে প্রস্তাবনা পাঠাব।

স্থানীয় লোকজনের বিভিন্ন পরামর্শ চেয়ে আব্দুস শহীদ বলেন, আপনাদের পরামর্শ আমাদের কর্মকর্তাদের জানাবেন। যাচাই-বাছাই করে দেখব পরামর্শগুলো বাস্তবায়ন করা যায় কি না। আমরা যে মেশিন দিই সেগুলো নষ্ট হতেই পারে। আমরা যে গাড়ি চালাই সেগুলোও নষ্ট হয় পরে আমরা ঠিক করি। এভাবে মেশিনগুলোকেও ঠিক রাখতে হবে মেরামত করার মাধ্যমে।

কৃষিকে সহজ করতে সরকার যান্ত্রিকীকরণ বাড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমার মন্ত্রণালয়ে প্রতিদিন ২-৩ জন এমপি আসেন তাদের এলাকার জন্য মেশিন নিতে। আমরা সবসময় চেষ্টা করি তাদের সেবা দেওয়ার। কিন্তু আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে। সেটি নিয়ে কাজ করছি। তবে, হাওর এলাকায় পর্যাপ্ত ধান কাটার মেশিন দেওয়া হয়েছে। মেশিনের কোনো সংকট হবে না।

সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বোরো ধান কর্তন অনুষ্ঠানে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বোরো ধান কর্তনের পর কৃষিমন্ত্রী ধান কাটার জন্য কৃষকদের মাঝে ভর্তুকিতে হারভেস্টার মেশিন বিতরণ করেন এবং কৃষকদের সঙ্গে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

হাওরে কৃষকদের বোরো ধানের উপযুক্ত মূল্য নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী

প্রকাশের সময় : ০৫:০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

কৃষিমন্ত্রী ড. মো আব্দুস শহীদ বলেছেন, সুনামগঞ্জের হাওরে কৃষকদের বোরো ধানের উপযুক্ত মূল্য নির্ধারণ করা হবে যাতে তারা ফসলের যথাযথ দাম পায়। এখানে কোনো মধ্যস্বত্বভোগীরা যাতে কোনো সুবিধা না পায়, কোনো সিন্ডিকেট তৈরি করতে না পারে সে ব্যবস্থা করা হবে।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের দেখার হাওরে কৃষকদের সঙ্গে বোরো ধান কর্তনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী দুই কোটি ২২ লাখ মেট্রিক টন খাদ্য উৎপাদনের জন্য আমরা চেষ্টা করছি। কৃষকরা যাতে ধানের দাম বা চালের দাম সঠিকভাবে পায়। কৃষকের বাঁচার জন্য যে প্রয়োজন সেটুকু বিবেচনা করে মূল্য নির্ধারণের জন্য চেষ্টা করব। আমরা চাই কৃষকরা যেন সঠিকমূল্যে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেন। এজন্য তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় সেটা নিশ্চিত করা হবে।

কৃষিমন্ত্রী বলেন, সুনামগঞ্জ জেলা অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ জেলা। এখানে বন্যা হয় বেশি, খরার সময়ও মাঠ-ঘাট ফেটে যায়। আমরা চেষ্টা করব কৃষকরা যাতে ধানের সঠিক মূল্য পায়। মধ্যস্বত্বভোগীরা যেন মুনাফা না নিতে পারে। মধ্যস্বত্বভোগীরা যেন কোনো সিন্ডিকেট তৈরি করে কৃষকদের গলায় ফাঁসি না দেয়। সবাই সজাগ থাকলে কৃষকরা বঞ্চিত হবেন না।

তিনি বলেন, কৃষিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। কৃষকের ধানের মূল্য নির্ধারণ করতে আগামী পরশু (রবিবার) মিটিং করব। দাম নির্ধারণ করে সরকারের কাছে প্রস্তাবনা পাঠাব।

স্থানীয় লোকজনের বিভিন্ন পরামর্শ চেয়ে আব্দুস শহীদ বলেন, আপনাদের পরামর্শ আমাদের কর্মকর্তাদের জানাবেন। যাচাই-বাছাই করে দেখব পরামর্শগুলো বাস্তবায়ন করা যায় কি না। আমরা যে মেশিন দিই সেগুলো নষ্ট হতেই পারে। আমরা যে গাড়ি চালাই সেগুলোও নষ্ট হয় পরে আমরা ঠিক করি। এভাবে মেশিনগুলোকেও ঠিক রাখতে হবে মেরামত করার মাধ্যমে।

কৃষিকে সহজ করতে সরকার যান্ত্রিকীকরণ বাড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমার মন্ত্রণালয়ে প্রতিদিন ২-৩ জন এমপি আসেন তাদের এলাকার জন্য মেশিন নিতে। আমরা সবসময় চেষ্টা করি তাদের সেবা দেওয়ার। কিন্তু আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে। সেটি নিয়ে কাজ করছি। তবে, হাওর এলাকায় পর্যাপ্ত ধান কাটার মেশিন দেওয়া হয়েছে। মেশিনের কোনো সংকট হবে না।

সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বোরো ধান কর্তন অনুষ্ঠানে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বোরো ধান কর্তনের পর কৃষিমন্ত্রী ধান কাটার জন্য কৃষকদের মাঝে ভর্তুকিতে হারভেস্টার মেশিন বিতরণ করেন এবং কৃষকদের সঙ্গে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।