জাতির জনক শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন সোমবার ২৮ সেপ্টেম্বর। এবার করোনাকালে শেখ হাসিনার জন্মদিন উদযাপনে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে হল ভাড়া করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজনের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। তবে এই প্রস্তাবেও সম্মতি দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের পক্ষ থেকে তার জন্মদিন ব্যাপক আকারে পালনের চিন্তা ভাবনা থাকলেও তাতে বরাবরই প্রধানমন্ত্রীর অনিহা।
আরও পড়ুন : ২১০০ সালের মধ্যে বাংলাদেশ হবে সমৃদ্ধ ব-দ্বীপ : প্রধানমন্ত্রী
এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর অনিচ্ছায় তার জন্মদিন উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে কোন অনুষ্ঠান হচ্ছে না। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, করোনাকালে হল ভাড়া করে আমার জন্মদিন পালন করতে হবে না।
তাই বঙ্গবন্ধু কন্যার অনিচ্ছায় জন্মদিন উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।