শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

স্বৈরশাসকের মতোই অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা ভোগবিলাসে লিপ্ত : রিপন

টঙ্গিবাড়ী উপজেলা প্রতিনিধি
আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
স্বৈরশাসকের মতোই অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা ভোগবিলাসে লিপ্ত : রিপন

টঙ্গিবাড়ী উপজেলা প্রতিনিধি : 

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, যে অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায় আছে আমরা সবাই মিলে তাদের সমর্থন করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি, স্বৈরশাসকরা যেভাবে ভোগবিলাসে লিপ্ত ছিল, বর্তমানে এ অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা পতিত বিগত সেই সরকারের মতোই ভোগবিলাসে লিপ্ত রয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম তপনের আয়োজনে টঙ্গীবাড়ি উপজেলার পাচগাঁও বাজার সংলগ্ন বালুর মাঠে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো কোনো উপদেষ্টা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন, একাধিক গাড়িও ব্যবহার করছেন,। এটা অন্তর্বর্তী সরকারের সদস্যদের কাছে প্রত্যাশিত না। উপদেষ্টাদের মধ্যে যারা এভাবে ভোগবিলাসে লিপ্ত হয়ে পড়েছেন, তাদের এসব আচরণে সংস্কারের যে এজেন্ডা, সংস্কারের যে লক্ষ্য সেখান থেকে আমরা পিছিয়ে পড়ব । যেসব উপদেষ্টা এভাবে ভোগবিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন ওই সমস্ত উপদেষ্টাদের অন্তবর্তী সরকার হতে বাদ দেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানাব। তা না হলে দেশ গভীর সংকট এবং জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে পড়ে যাবে।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, কিছু কিছু উপদেষ্টার আচরণ ও কথাবার্তা জন আকাঙ্ক্ষার বিপরীতে যাচ্ছে এবং দেশের মানুষ হতাশ হয়ে পড়ছে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে এ সরকারকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। একটি নির্বাচিত সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিতে হবে। তা না হলে দেশ গভীর সংকটের মধ্যে পড়ে যাবে। এমনকি জাতীয় নিরাপত্তাও সংকটের মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

পাঁচগাঁও ইউনিয়ন বিএনপি ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার মোল্লার সভাপতিত্বে এবং পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় এসময় টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির উপদেষ্টা ও পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহমেদ শেখ, টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খান বাবু, যুগ্ম আহ্বায়ক শাজাহান বেপারী, টঙ্গিবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ উল ইসলাম পিন্টু, যুগ্ম আহ্বায়ক রাজিব শেখ, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, টঙ্গিবাড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল ঢালীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া