স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আজ বৃহস্পতিবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
করোনামহামারীর মধ্যে সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ পদত্যাগ করার পর নতুন মহাপরিচালক নিয়োগ দিল সরকার।
অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে অনতিবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
পুনরাদেশ না দেয়া পর্যন্ত ডা. খুরশীদ আলম এ পদে থাকবেন বলে উল্লেখ করা হয়েছে।