মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

স্বাভাবিক হচ্ছে রেল যোগাযোগ : চলবে ২১৮টি ট্রেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
স্বাভাবিক হচ্ছে রেল যোগাযোগ : চলবে ২১৮টি ট্রেন
সংগৃহিত ছবি

করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক হচ্ছে রেল যোগাযোগ। ইতোমধ্যে ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। আগামী ১০ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে আরো ৮৪ জোড়া কমিউটার, মেইল, এক্সপ্রেস ও লোকাল ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে। এসব ট্রেন চালু হলে সারা দেশে নিয়মিত ২১৮টি ট্রেন চলাচল শুরু হবে।

সোমবার রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা মহামারির কারণে ধারণক্ষমতার অর্ধেক টিকিট বিক্রি করা হচ্ছে, সেটা চলমান থাকবে। তবে শতভাগ টিকিট অনলাইনের পরিবর্তে অর্ধেক টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে।

আরও পড়ুন : চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ : রেল ভ্রমণে ঝুঁকি বাড়ছে

মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) খায়রুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১০ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে তিন ধাপে সারা দেশে ৮৪টি ট্রেন চালু করা হবে।

মার্চে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ৩১ মে থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালু করা হয়। ওই দিন প্রথম দফায় আট জোড়া আন্ত নগর ট্রেন চালু করা হয়। ৩ জুন দ্বিতীয় দফায় ১১ জোড়া আন্ত নগর, তৃতীয় দফায় ১৬ আগস্ট ১৩ জোড়া, ২৭ আগস্ট ১৯ জোড়া ও সর্বশেষ ৫ সেপ্টেম্বর আরো ১৯ জোড়া ট্রেন চালু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া