শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ অপরাহ্ন

স্পেনে ট্রেনের ধাক্কায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
স্পেনে ট্রেনের ধাক্কায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : 

স্পেনে একটি কমিউটার ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। সেখানে অনুমোদিত এলাকার বাইরে তারা ট্রেন লাইন অতিক্রম করার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে।

রোববার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা ২২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। কাতালান রাজধানীর কাছে মন্টমেলোতে যখন সাতজন লোক একটি নিষিদ্ধ স্থানে ট্র্যাক অতিক্রম করেছিল, রাজ্য রেল অপারেটর রেনফে জানিয়েছে।

এই লাইনে এক ধরনের ধারাবাহিক ঘটনার ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ দুর্ঘটনা। কাতালোনিয়ার আঞ্চলিক কর্মকর্তারা এই দুর্ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারের অনুদান না দেয়াকে দায়ী করেছে।

কাতালোনিয়ার উত্তর-পূর্ব অঞ্চলের জরুরি পরিষেবা আগে টুইটার হিসেবে পরিচিত এক্স’কে দেয়া বার্তায় লিখেছে, বার্সেলোনার প্রায় ২০ কিলোমিটার উত্তরে মন্টমেলোতে সাতজনের একটি গ্রুপ রেললাইন পার হওয়ার চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে।

আঞ্চলিক বেসামরিক সুরক্ষা সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, দমকল বাহিনীর কর্মীরা ট্রেনটির কাছাকাছি সম্ভাব্য অন্যান্য ক্ষতিগ্রস্তদের সন্ধান করে। তবে তারা অন্য কাউকে খুঁজে পায়নি।

স্প্যানিশ গণমাধ্যম পরিবেশিত খবরে বলা হয়, গ্রুপটি টেকনো কমিউজিক ফেস্টিভ্যাল থেকে যাচ্ছিল। অনুষ্ঠানটি কাতালোনিয়ায় ছুটির প্রাক্কালে মন্টমেলো রেস ট্র্যাকে অনুষ্ঠিত হয়।

বিবৃতিতে আরো বলা হয়, স্পেনের রাষ্ট্রীয় রেল অবকাঠামো অপারেটর আদিফ এবং রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে অপারেটর রেনফের মতে, গ্রুপটি একটি অননুমোদিত পয়েন্টে রেল লাইন অতিক্রম করছিল। পয়েন্টটি এতোই বাঁকা ছিল যে সামনে কোনোকিছু দেখা খুব কঠিন ছিল।

এই ঘটনার পরপরই জরুরি পরিষেবা ঘটনাস্থলে নয়টি অ্যাম্বুলেন্স এবং একটি হেলিকপ্টার পাঠায়। কমিউটার ট্রেনে থাকা ১৭০ জনের কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি।

এদিকে প্রাণঘাতী এই দুর্ঘটনার পর লাইনের একাংশে ট্রেন পরিষেবা স্থগিত করা হয়।

পরিবহন মন্ত্রী রাকেল সানচেজ নিহতদের পরিবারের প্রতি তার সমবেদনা জানিয়েছেন এবং “এই অত্যন্ত কঠিন পরিস্থিতির সাথে” জরুরি পরিষেবা কর্মীদের জন্য সোশ্যাল মিডিয়ায় তার সমর্থন প্রকাশ করেছেন।

এএফপি জানিয়েছে, ২০১০ সালের জুনে একটি এক্সপ্রেস ট্রেন কাস্টেলডেফেলসের সমুদ্র সৈকত রিসোর্টে রেলপথ পার হচ্ছিল এমন একদল লোককে আঘাত ১২ জনের মৃত্যু হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: