রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

স্ত্রীর মামলায় আবারও গ্রেপ্তার শওকত আলী ইমন

বিনোদন প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
স্ত্রীর মামলায় আবারও গ্রেপ্তার শওকত আলী ইমন
শওকত আলী ইমন

আবারও গ্রেপ্তার হলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন। এবার তৃতীয় স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। এর আগেও তিনি দ্বিতীয় স্ত্রীর মামলায় একইভাবে গ্রেপ্তার হয়েছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার তাকে তৃতীয় স্ত্রী হৃদিতা রেজার দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়। কয়েক বছর আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গত ২০ সেপ্টেম্বর হৃদিতা রেজা বাদী হয়ে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার স্বামী শওকত আলী ইমনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন : ছেলের জন্মদিনে আবেগঘন পোস্ট শাকিব খানের

রাজধানীর রমনা এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তারের পর রোববার আদালতে নেওয়া হয়।

এর আগে, ২০১৪ সালের ১৮ আগস্ট দ্বিতীয় স্ত্রী জিনাত কবিরের করা আইসিটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন।

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি তৃতীয় বিয়ে করেন উপস্থাপিকা হৃদিতা রেজাকে। তার আগে বিয়ে করেছিলেন জিনাত কবিরকে। এ ছাড়া, বিজরী বরকতুল্লাহর সঙ্গে ১৭ বছর সংসার করার পর ২০১৩ সালে তাদের বিচ্ছেদ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া