শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

সৌদিগামীদের জন্য বিমানের বিশেষ ফ্লাইট শনিবার শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
সৌদিগামীদের জন্য বিমানের বিশেষ ফ্লাইট শনিবার শুরু
সংগৃহিত ছবি

আগামী শনি ও রোববার সৌদি আরব থেকে দেশে এসে আটকে পড়াদের জন্য বিশেষ ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আটকে পড়া প্রবাসী শ্রমিকদের বিক্ষোভের মুখে বিমান এ বিশেষ ব্যবস্থা করছে বলে সূত্র জানিয়েছে।

বুধবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন গণমাধ্যকে জানান, আগামী ২৬শে সেপ্টেম্বর একটি ফ্লাইট জেদ্দার উদ্দেশে এবং ২৭শে সেপ্টেম্বর আরেকটি ফ্লাইট রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবে। এদুটি ফ্লাইটে কেবল তারাই যেতে পারবেন, যাদের রিটার্ন টিকিট কেটে রাখা ছিল।

মোকাব্বির খান বলেন, ১৬ ও ১৭ই মার্চ জেদ্দা ও রিয়াদের বিমানের রিটার্ন টিকেটধারীদের জন্য বিশেষ ফ্লাইট দুটি চালানো হবে। এই ফ্লাইটে বুকিংয়ের জন্য বিমানের সেলস অফিসে আগামী ২৪শে সেপ্টেম্বর যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন : রোববার থেকে সৌদি দূতাবাস খুলছে ভিসার মেয়াদ বাড়াতে

আটকে পড়া বাকিদের বিষয়ে বিমান এমডি বলেন, ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে। অন্য যাত্রীদের এখন অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করা যাচ্ছে। এই যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌছতে হবে বলে সব যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া