বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

সেতুর অভাবে দুর্ভোগ ২০ গ্রামের মানুষের

সাভার সংবাদদাতা
আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
সেতুর অভাবে দুর্ভোগ ২০ গ্রামের মানুষের

ঢাকার ধামরাই উপজেলায় ধলেশ্বরী নদীর ওপর সেতুর অভাবে দুর্ভোগে রয়েছে ২০টি গ্রামের কয়েক লাখ মানুষ। নদী পারাপারে তাদের ভরসা খেয়া নৌকা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিতে হয় তাদের। তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, সেতু নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এভাবে ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় নদী পাড়ি দিতে হয় ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ধলেশ্বরী নদীর দুই পাড়ের ২০টি গ্রামের লাখো মানুষকে। দিনের বেলায় নিয়মিত নৌকা থাকলেও রাত ১২টার পর ঘাটে মাঝি না থাকায় জরুরি কোনো প্রয়োজনে নদী পার হওয়ার উপায় থাকে না।

বেশি ভোগান্তিতে পড়তে হয় অসুস্থ রোগী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের। কৃষি জমিতে উৎপাদিত ফসল নিয়ে বাজারে যেতে ভোগান্তির শিকার হতে হয় কৃষকদের। দুর্ভোগ লাঘবে এলাকাবাসী দীর্ঘদিন ধরে একটি সেতু নির্মাণের দাবি করলেও তা পূরন হয়নি।

তবে ধলেশ্বরী নদীর উপর সেতু নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। জনদুর্ভোগ লাঘবে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া