স্পোর্টস ডেস্ক :
মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সুপার ওভারে ২ রানের জয় দিয়ে প্রস্তুতি শেষ করেছে আফিয়া আশিমা ইরার দল। আগের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও জয় তোলে টিম জুনিয়র টাইগ্রেস।
কুয়ালালামপুরের সেলাঙ্গর টার্ফ ক্লাব মাঠে বুধবার (১৫ জানুয়ারি) টসে জিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রান তোলে ইংল্যান্ড। রানতাড়ায় নেমে শেষ বলে ১ রান নিতে গিয়ে ম্যাচ ড্র করে ফেলে বাংলাদেশ। শেষ ব্যাটার নিশিতা আক্তার রানআউটের শিকার হন।
শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান করে ইংল্যান্ডের মেয়েরা। পরে ওই রান তাড়া করতে নেমে সব উইকেট হারালেও ২০ ওভার খেলে ঠিকই ১১৩ রান করে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। এরপর সুপার ওভারে ১ উইকেট হারিয়ে ৯ রান করে ইংলিশরা। কোন উইকেট না হারিয়ে ৬ বলে বাংলাদেশ করে ১১ রান।
শুরুতে ব্যাট করা ইংল্যান্ডের হয়ে ২৪ বলে ২৮ রান করেন প্রিশা থানওয়ালা। ১৯ বলে ২৩ রান আসে টিল্লে কোর্টেন কোলম্যান। বাংলাদেশের হয়ে তিন উইকেট পান আনিশা আক্তার সোবা, ২ উইকেট নেন ফাহমিদা ছোঁয়া।
রান তাড়ায় নেমে উইকেটরক্ষক জুয়াইরিয়া ফেরদৌস ১৭ বলে ২০ রান করেন। এছাড়া সাদিয়া আক্তারের ব্যাটে ১৬ বলে আসে ২০ রান। বাংলাদেশের শেষ ব্যাটার নিশিতা আক্তার নিশি ইনিংসের শেষ বলে ১১৩ রানে থাকা অবস্থায় আউট হন।
সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে ৩ বলে ৮ রান করেন সাদিয়া আক্তার, ৩ বলে ৩ রান করেন জুরাইয়া ফেরদৌস। বাংলাদেশের হয়ে সুপার ওভারে বল করেন হাবিবা ইসলাম পিংকি। ৯ রান দিয়ে তিনি তুলে নেন ডেভিনা পেরিনের উইকেট।
উল্লেখ্য, আগামী ১৮ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।