শোনা যাচ্ছে, অন্তত ২০০ কোটি টাকার বাজেট মাথায় রেখে সিনেমাটির কাজ শুরু করতে চান আলী আব্বাস জাফর। কিন্তু বর্তমান সঙ্কটের কারণে নাকি বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান এই সিনেমাতে টাকা লগ্নি করতে চাইছেন না। তাই বিকল্প পথে হাটার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খুব শিগগিরই অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন ‘ভারত’ খ্যাত এই পরিচালক।
নারী সুপারহিরো সিনেমাটি দুইভাগে নির্মাণ করতে চাইছেন আলী আব্বাস। এককথায় বড়সড় একটি ফ্রাঞ্চাইজি বক্স অফিসকে উপহার দিতে চলেছেন। জানা গেছে, এই সিনেমাটি নিয়ে ঘনিষ্ঠ মহলে ইতিবাচক বার্তা দিয়েছেন খোদ ক্যাটরিনা কাইফও। এখন অপেক্ষা শুধু নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি স্বাক্ষরের।
প্রসঙ্গত, বর্তমানে ‘ফোন ভূত’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা কাইফ। এতে তার বিপরীতে দেখা যাবে সিদ্ধার্থ চতুর্বেদী এবং ঈশান খট্টরকে। এছাড়াও তার অভিনীত ‘সূর্যবংশী’ সিনেমাটি মুক্তি অপেক্ষায় রয়েছে।