Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্ত থেকে ৮০ হাজার ডলার উদ্ধার করল বিজিবি

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১০:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • ১৯১ জন দেখেছেন

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত থেকে অবস্থায় ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি-৬ ব্যাটেলিয়নের সদস্যরা।

বুধবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী ফুলবাড়ী গ্রাম থেকে ডলারগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক পিএসসি বুধবার (৩ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ফুলবাড়ী সীমান্ত এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

বিজিবি সশস্ত্র টহল দল চোরাকারবারিকে ধাওয়া করে আটক করতে ব্যর্থ হয়। এ সময় চোরাকারবারির ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি চালিয়ে সেখান থেকে কাগজের ৮টি প্যাকেট মোড়ানো ডলারগুলো পাওয়া যায়। প্রতিটি প্যাকেট থেকে ১০০ ইউএস ডলারের ১০০টি নোট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে দর্শনা থানায় মামলা ও উদ্ধার করা ইউএস ডলারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে তিনি জানান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মহিপুরে পাঁচ কিমি কাঁচা সড়কে হাঁটুজল, দুর্ভোগে পথচারী

সীমান্ত থেকে ৮০ হাজার ডলার উদ্ধার করল বিজিবি

প্রকাশের সময় : ১০:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত থেকে অবস্থায় ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি-৬ ব্যাটেলিয়নের সদস্যরা।

বুধবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী ফুলবাড়ী গ্রাম থেকে ডলারগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক পিএসসি বুধবার (৩ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ফুলবাড়ী সীমান্ত এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

বিজিবি সশস্ত্র টহল দল চোরাকারবারিকে ধাওয়া করে আটক করতে ব্যর্থ হয়। এ সময় চোরাকারবারির ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি চালিয়ে সেখান থেকে কাগজের ৮টি প্যাকেট মোড়ানো ডলারগুলো পাওয়া যায়। প্রতিটি প্যাকেট থেকে ১০০ ইউএস ডলারের ১০০টি নোট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে দর্শনা থানায় মামলা ও উদ্ধার করা ইউএস ডলারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে তিনি জানান।