রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন

সিলেটে স্বামী হত্যার দায়ে স্ত্রী প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড

সিলেট জেলা প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
সিলেটে স্বামী হত্যার দায়ে স্ত্রী প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে স্বামীকে খুনের দায়ে স্ত্রী, কথিত প্রেমিক ও তার সহযোগীকে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪-এর বিচারক শায়লা শারমিন এ রায় দেন।

আদালতের অতিরিক্ত পিপি আইনজীবী মো. জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-কিশোরগঞ্জের নিকলীর ছেত্র গুরুই গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে ও নিহতের স্ত্রী খুশনাহার (২২), তার পরকীয়া প্রেমিক গাইবান্ধার সাদুল্লাপুরের দড়িতাজপুর গ্রামের সোলাইমান মণ্ডলের ছেলে মাহমুদুল হাসান (২২) এবং সহযোগী নারায়ণগঞ্জর রূপগঞ্জ উপজেলার কাজিরটেক দাউদপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে নাদিম আহমদ ওরফে নাইম (১৯)।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৬ এপ্রিল গোয়াইনঘাটে রিভারভিউ হোটেলের ড্রেনে আল ইমরান নামে এক পর্যটকের লাশ পাওয়া যায়। আল ইমরান কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে। পরে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর স্ত্রী খুশনাহার বেগম পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয় নিহতের স্ত্রীর সঙ্গে মাহমুদুল হাসান নামে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এর জের ধরে আল ইমরানকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা। এর আগে স্ত্রীকে নিয়ে জাফলং বেড়াতে এসে রিভারভিউ আবাসিক হোটেলে ওঠেন ইমরান। সেই হোটেলেই তাকে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পর নিহতের পিতা বাদি হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন। পরে, কথিত প্রেমিক মাহমুদুল হাসন ও তার সহযোগী নাদিমকেও গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ শুনানী শেষে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন আদালত।

সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জালাল উদ্দীন জানান, রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরেক আসামি আব্দুর রকিব নাবালক হওয়ায় তার বিচারকার্য শিশু আদালতে হচ্ছে। তিনি বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া