শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:২৯ পূর্বাহ্ন

সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২০

ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর স্টেশন অতিক্রমের পর দুই বগির মাঝের জায়গায় আগুন লাগে।

তালশহর রেলস্টেশনের মাস্টার রফিকুল ইসলাম আগুনের কথা নিশ্চিত করে জানান, ট্রেনটির ট ও ঠ নম্বর বগির মধ্যে বাফারে আগুন লাগলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

এরই মধ্যে শিকল টেনে ট্রেন থামানো হয়। ট্রেনের ভেতরে থাকা অগ্নি নির্বাপক গ্যাস দিয়ে আগুন নেভানো হয়।

তবে কী কারণে আগুন লেগেছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান স্টেশন মাস্টার রফিকুল।

আগুন নিয়ন্ত্রণে আসার পরও ট্রেনে বৈদ্যুতিক গোলোযোগ দেখা দেওয়ায় ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি আখাউড়ার আজমপুরে মেরামত করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: