স্পোর্টস ডেস্ক :
প্রথম ৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট পেয়েছিল ফরচুন বরিশাল। আজ সিলেটকে হারানোয় তাদের নামের পাশে যোগ হয়েছে আরো ২ পয়েন্ট। সবমিলিয়ে ১৪ পয়েন্ট পাওয়ায় প্লে অফ নিশ্চিত হয়েছে ফরচুনদের। এর আগে প্রথম দল হিসেবে এবারের আসরে প্লে অফে গেছে রংপুর রাইডার্স। অন্যদিকে সিলেট কাগজে-কলমে এখনো টিকে থাকলেও, আদতে তাদের প্লে অফের সম্ভাবনা নেই বলা যায়।
রোববার (২৬ জানুয়ারি) ঢাকায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে ফরচুন বরিশাল। শুরুতে ব্যাট করতে নেমে ১১৬ রানে অলআউট হয় সিলেট। পরে ওই রান তাড়া করতে নেমে ৪ ওভার হাতে রেখেই জয় পায় বরিশাল।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আজ ইনিংসের শুরুতেই উইকেট হারায় বরিশাল। তামিম ইকবালের সঙ্গে আজ ওপেনিংয়ে নেমেছিলেন তাওহিদ হৃদয়। তবে ব্যাটিংয়ের পজিশন বদলেও ব্যাটে রানের দেখা পাননি হৃদয়। দলীয় ২২ রানে সাজঘরে ফিরেন জাতীয় দলের এই ব্যাটার, ৭ বলে ৬ রান করে ফিরে যান তিনি।
এরপর ডেভিড মালানও ফিরে যান দ্রুতই। ৮ বলে ৯ রান করে আউট হন মালান। এদিকে দ্রুত দুই উইকেট হারালেও জয়ের দেখা পেতে তেমন বেগ পেতে হয়নি বরিশালের। আজ দলের হাল ধরেছিলেন অধিনায়ক তামিম ও মুশফিকুর রহিম। এ দুজন মিলে আজ গড়েছিলেন ৮১ রানের অপরাজিত জুটি।
দলকে জেতানোর পথ তামিম আজ ধরে খেললেও বেশ আগ্রাসী ছিলেন মুশফিক। অভিজ্ঞ এই ব্যাটার শেষ পর্যন্ত ৩০ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন। ওদিকে দলকে জেতানোর পথে ফিফটির দেখা পেয়েছেন তামিম, ৫১ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন তামিম।
এর আগে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সিলেট স্ট্রাইকার্স। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা দলটা এই সিদ্ধান্ত কাজে লাগাতে পারেনি। পাওয়ার প্লেতেই বিপদে পরেছে সিলেট।
ইনিংসের দ্বিতীয় ওভারে জর্জ মানজিকে ফেরান মোহাম্মদ নবি। পরের ওভারে জাকির হাসানকে ফেরান ফাহিম আশরাফ। পাওয়ার প্লের শেষ ওভারে আবারও জাড়া আঘাত পাকিস্তানি অলরাউন্ডারের। যাতে পাওয়ার প্লে শেষে সিলেটের স্কোর ৪/৩৪। এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি সিলেট।
পাকিস্তানের আহসান ভাট্টি ও জাকের আলি অনিক মাঝের ওভারগুলোতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি কেউই। ২৯ বলে ২৮ রান করে নবীর দ্বিতীয় শিকার হয়েছেন আহসান। জাকের আলি অনিক ১৯ বলে ৩টি চার ১টি ছয়ে ২৪ রান করে ফিরেছেন জেমস ফুলারের বলে।
জেমস ফুলার বরিশালের হয়ে মাঝের ওভাগুলোতে দারুণ বোলিং করেছেন। ১৮.১ ওভারে ১১৬ রানে গুটিয়ে গেছে সিলেট। আহসান ভাট্টি, জাকের আলি অনিক ছাড়া সিলেটের হয়ে দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন অধিনায়ক আরিফুল হক (১২) ও পেসার তানজিদ হাসান সাকিব (১২)।
বরিশালের হয়ে ফাহিম আশরাফ ৩.১ ওভারে মাত্র ৭ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন জেমস ফুলার ও মোহাম্মদ নবির। অপর উইকেটটি রিশাদ হোসেনের।