শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০২ অপরাহ্ন

সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
ক্যারিবীয়দের আরেকটি উইকেটের পতণ। উল্লসিত ইংলিশ শিবির। হাসিটা শেষ পর্যন্ত নিজেদের দখলেই রেখেছে তারা-ক্রিকইনফো

ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১১৩ রানে হারিয়ে সিরিজে সমতা আনল ইংল্যান্ড। সোমবার পঞ্চম ও শেষ দিন ৩১২ রানের টার্গেটে নেমে ক্যারিবীয়রা ১৯৮ রানে গুটিয়ে যায়।

সাউদাম্পাটনে প্রথম টেস্টে হেরে বিপাকে পড়া ইংলিশরা দারুণ এক জয়ে ঘুরে দাঁড়ালো। এখন জো রুটের দলের সামনে সিরিজ জেতার সুযোগও তৈরি হলো।

৯ উইকেটে ৪৬৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করা ইংলিশরা ৩ উইকেটে ১২৯ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে ৩১২ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ, যারা প্রথম ইনিংসে ২৮৭ রানে অলআউট হয়। পঞ্চম দিন সকালে মাত্র ১১ ওভারে ৯২ রান যোগ করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। বেন স্টোকস ৫৭ বলে ৭৮ রান করেন। এরপর তিনশোর্ধ্ব রান তোলার চ্যালেঞ্জে শামারাহ ব্রুকস (৬২) ও জার্মেইন ব্ল্যাকউড (৫৫) ছাড়া আর কেউই ভালো করতে না পারলে জয়ের আশাও তৈরি হয়নি ক্যারিবীয়দের। প্রথম ইনিংসে তিন উইকেট শিকার করা স্টুয়ার্ট ব্রড শেষ ইনিংসেও নেন তিন উইকেট। এছাড়া স্টোকস, ক্রিস ওকস ও ডম বেস প্রত্যেকেই নেন দুটি করে উইকেট।

২৪ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডেই সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে। সেটি দুই দলের জন্যই এখন ‘ফাইনাল’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া