সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা আতাউর রহমান আঙ্গুর নামে এক আওয়ামী লীগ নেতা শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগার থেকে তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৫টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
আতাউর রহমান আঙ্গুর সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং দত্তবাড়ি মহল্লার বাসিন্দা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এ.এস.এম কামরুল হুদা বলেন, আতাউর রহমান আঙ্গুর সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার হয়ে আদালতের মাধ্যমে গত ১ নভেম্বর জেলা কারাগারে আসেন। তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। গতকাল তার আদালতে মামলার হাজিরাও ছিল। হঠাৎ করেই আজ ভোরে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে দ্রুত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষ হলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।