শাহজাদপুর থানার ওসি আতাউর রহমানসহ সিরাজগঞ্জ জেলার তিন থানার ওসিকে বৃহস্পতিবার দুপুরে বদলি করা হয়েছে। অপর দুই থানা হলো-চৌহালি ও এনায়েতপুর।
এর মধ্যে শাহজাদপুর থানার ওসি মোঃ আতাউর রহমানকে এনায়েতপুর থানায়, এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ রানাকে শাহজাদপুর থানায় ও চৌহালি থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাসকে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।
আরও পড়ুন : শাহজাদপুরে ট্যাংকলরি শ্রমিককে মারপিটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম জানিয়েছেন, শাহজাদপুর, চৌহালি ও এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দায়িত্ব পালনে নিজ নিজ কর্মস্থলে কিছুটা সমস্যা তৈরি করেছেন।
তাই আপাতত তাদের জেলার মধ্যেই বদলি করা হয়েছে। পুলিশের প্রতি স্থানীয় জনসাধারণের আস্থা অবিচল রাখতে রুটিন বদলির অংশ হিসেবে এ আদেশ দেয়া হয়েছে।