বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ন্যূনতম সুষ্ঠু ভোট হলে বিএনপি টু থার্ড মেজোরোটি নিয়ে সংসদে যাবে : রুমিন ফারহানা রেকর্ড গড়ে ৭ বছর পর জিম্বাবুয়ের কাছে টেস্ট হারল বাংলাদেশ একদিনের ব্যবধানে কমলো সোনার দাম কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার মেয়ের জন্য দুবাইয়ে বাড়ি কিনলেন অভিষেক-ঐশ্বরিয়া! গণতন্ত্রের লড়াকুরা নিরাপত্তাহীনতায় রয়েছে : রিজভী টেস্ট চলাকালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে বিসিবি কর্মকর্তার মৃত্যু সৎ মায়ের মামলায় মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সচিবলায় বসে সুবিধা নিচ্ছে ফ্যাসিবাদের দোসররা : মির্জা আব্বাস

সিনেমা থেকে বাদ, অনন্তকে নিয়ে যা বললেন হিরো আলম

বিনোদন প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২০

হিরো আলমকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিলেও সে সিদ্ধান্ত থেকে সম্প্রতি সরে এসেছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। এক ফেসবুক পোস্টে তিনি আলমকে সিনেমা থেকে বাদ দেয়ার কথা জানান। কিন্তু হিরো আলমের ধারণা জায়েদ খানকে নিয়ে ফের কথা বলায় তাকে বাদ দেয়া হয়েছে।
ফেসবুক লাইভে হিরো আলম বলেন, অনন্ত জলিল ভাই আমাকে ফোন দিয়ে বললেন, তোমাকে আমি বড় মুখ করে জায়েদ খানের সঙ্গে মিলাইলাম। তুমি আমার মুখ রাখলে না। তাকে বললাম, আমি তো এমন কিছু করিনি। তখন তিনি বললেন, তোমাকে আমি মিলিয়ে দেওয়ার পরও কেন জায়েদ খানের বিরুদ্ধে কথা বলেছ? চলচ্চিত্রের ১৮ সংগঠনের মিটিংয়ে সবাই জায়েদ খানের বিরুদ্ধে কথা বলছে, আমিও হয়তো কিছু সত্য তুলে ধরছি। যেহেতু তুমি আমার সম্মান রাখোনি, তোমাকে আমার সিনেমা থেকে বাদ দিয়ে দিলাম।
হিরো আলম আরো বলেন, অনন্ত জলিল ভাইয়ের এমন কথা থেকে তাহলে আমি এখন কী বুঝব? সত্য কথা বললে নাকি অন্যায়! সত্য বলে তার ছবি থেকে বাদ পড়লেও আমার আফসোস নেই।
হিরো আলম আরো বললেন, আজকে হিরো আলম যা কিছুই হয়েছে, কারও কোনো সহযোগিতা নেয়নি।

আমি অনন্ত জলিল ভাইকে কোনো দিন বলিনি, ফোনও দিইনি, আপনি আমাকে নিয়ে ছবি কবে বানাবেন? তিনিই আমাকে ডেকে নিয়ে গেছেন। জলিল ভাইয়ের উদ্দেশে বলতে চাই, ভাই আপনি এটা মনে কইরেন না, আপনি অনন্ত জলিল বইলা আপনার পেছনে কিংবা আপনার সামনে মাথা নত কইরা থাকবে হিরো আলম। আপনি এটাও ভাববেন না, সিনেমা থেকে বাদ দিয়েছেন তাতে হিরো আলমের দুঃখ আছে। হিরো আলমকে সবাই ব্যবহার করছে, আমার মনে হয় অনন্ত জলিল ভাই আপনিও আমাকে ব্যবহার করেছেন। হিরো আলম সত্যকে কোনো দিন ভয় পায় না। মৃত্যুকেও ভয় পায় না।
এদিকে ফেসবুকে অনন্ত জলিল লিখেছেন, আমি হিরো আলমকে নিয়ে কোনো সিনেমা বানাব না এবং ৫০ হাজার টাকা সাইনিং মানি ফেরত নিব না। সিংহভাগ বিনোদন সাংবাদিক এবং চলচ্চিত্র পরিবারের সকল গুণীজন হিরো আলমকে নিয়ে সিনেমা বানানোর জন্য আপত্তি জানাচ্ছেন। সম্প্রতি হিরো আলমের কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সকলেই আবারও আমাকে নিষেধ করছেন তাকে নিয়ে সিনেমা না বানানোর। সব সময় আমি বিব্রত হচ্ছি, হিরো আলমের এসব বিতর্কিত বিষয়গুলোর জন্য।
হিরো আলম গানের ভিডিও ও নিজের প্রযোজিত নাটকে অভিনয় করে মিডিয়ায় পরিচিতি পান। সেই পরিচিতি কাজে লাগিয়ে তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এই সূত্রে ব্যবসায়ী এবং চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে যোগাযোগ হয়। জলিল ঘোষণা দেন, তার প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে অভিনয় করাবেন আলমকে। কিছুদিন আগে বাসায় ডেকে আলমের হাতে সাইনিং মানি হিসেবে ৫০ হাজার টাকা তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া