Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সালমান শাহর মৃত্যু : বাদীপক্ষ নারাজি দিতে সময় চাইল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
  • ২৩০ জন দেখেছেন

সংগৃহিত ছবি

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মৃত্যুর ঘটনা তদন্ত করে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছিল ‘হত্যা নয়, আত্মহত্যাই করেছেন সালমান শাহ’।

সালমান শাহর মৃত্যু বিষয়ে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেয়ার জন্য সময় চেয়েছে বাদিপক্ষ।

সোমবার নারাজি আবেদন দাখিলের জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুঁইয়ার আদালতে সময় আবেদন করেন সালমান শাহ এর মায়ের আইনজীবী ফারুক আহাম্মদ।

আরও পড়ুন : টালিগঞ্জের দেব হাঁটলেন শাহরুখের দেখানো পথেই

মামলার বাদী সালমান শাহ’র মা লন্ডনে অবস্থান করছেন। করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে তিনি দেশে আসতে পারছেন না বলে আবেদনে জানানো হয়।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি পিবিআইয়ের প্রতিবেদন আদালতে জমা পড়ে। ওইদিন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতের ডেসপাস শাখায় ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।

পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যাকাণ্ডের শিকার হননি, তিনি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সালমান শাহর মৃত্যু : বাদীপক্ষ নারাজি দিতে সময় চাইল

প্রকাশের সময় : ০৬:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মৃত্যুর ঘটনা তদন্ত করে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছিল ‘হত্যা নয়, আত্মহত্যাই করেছেন সালমান শাহ’।

সালমান শাহর মৃত্যু বিষয়ে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেয়ার জন্য সময় চেয়েছে বাদিপক্ষ।

সোমবার নারাজি আবেদন দাখিলের জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুঁইয়ার আদালতে সময় আবেদন করেন সালমান শাহ এর মায়ের আইনজীবী ফারুক আহাম্মদ।

আরও পড়ুন : টালিগঞ্জের দেব হাঁটলেন শাহরুখের দেখানো পথেই

মামলার বাদী সালমান শাহ’র মা লন্ডনে অবস্থান করছেন। করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে তিনি দেশে আসতে পারছেন না বলে আবেদনে জানানো হয়।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি পিবিআইয়ের প্রতিবেদন আদালতে জমা পড়ে। ওইদিন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতের ডেসপাস শাখায় ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।

পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যাকাণ্ডের শিকার হননি, তিনি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছিলেন।