চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের বিচার দাবির পাশাপাশি কাউকে আইন হাতে তুলে না নেওয়া ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির নেতারা বলেছেন, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলছে। দেশি-বিদেশি যে কোনো ষড়যন্ত্র গুঁড়িয়ে দিতে তারা সর্বদা প্রস্তুত আছেন।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটি, চট্টগ্রাম বিভাগের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য হাসান আলী। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কেন্দ্রীয় সদস্য সাগুফতা বুশরা মিশমা।
লিখিত বক্তব্যে বলা হয়, চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক করা হয়েছে। এ ঘটনাকে কোনোভাবেই ধর্মীয় বিভেদ হিসেবে দেখার সুযোগ নেই। কিন্তু ষড়যন্ত্রকারীরা সেটাই প্রচারের চেষ্টা করছে।
তারা বলেন, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সনাতনী ভাই ও বোনদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। আমাদের খুবই সজাগ থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণঅভ্যুত্থানের অর্জন কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। হিন্দু-মুসলিমসহ সর্বস্তরের জনগণের কাছে আমাদের অনুরোধ, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আমাদের সম্মিলিত দাবি হবে একটাই- আইনজীবী সাইফুল হত্যার বিচার করতে হবে। কেউ প্রতিবেশির স্থাপনা ও সম্পদ নষ্ট করবেন না।
সংবাদ সম্মেলনে বলা হয়, পতিত স্বৈরাচারের দোসররা লুটপাট, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ চালিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতে পারে। ফ্যাসিস্ট হাসিনার কোনো দোসর যাতে আমাদের মধ্যে ঢুকে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখা জরুরি। আমরা সবাই মিলে ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি। আগামীতে দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্র আমরা গুঁড়িয়ে দিতে সর্বদা প্রস্তুত আছি। হিন্দু, মুসলমান আমরা সবাই ভাই ভাই। আমরা একই মাটির সন্তান। সবার নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব আমাদেরই সকলের।
বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হিন্দু-মুসলমান সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের আহ্বান জানিয়ে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে ভারতীয় মিডিয়া বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ওপর আক্রমণের গুজব ছড়িয়ে যাচ্ছে। তারা এটাই দেখানোর চেষ্টা করছে, হিন্দু জনগোষ্ঠী বাংলাদেশে নিরাপদ নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন অপতথ্য ছড়িয়ে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা দেশে-বিদেশে এটাই প্রচার করতে চায় যে, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ চালানো হচ্ছে।
লিখিত বক্তব্যে তারা আরও বলেন, দেশি-বিদেশি বিভিন্ন চক্র দেশের সার্বভৌমত্ব ক্ষুন্ন করার ষড়যন্ত্রে মেতেছে। ফেসবুকসহ অন্যান্য পরিসরে ফ্যাসিস্ট হাসিনার দোসররা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই মুহূর্তে আমাদের সবাইকে খুবই সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বিনষ্ট যেন না হয়, সেজন্য আমাদের ধৈর্য্য ধরতে হবে। অন্যথায় দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়ে আমাদের ঐক্য ভেঙ্গে দিতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাগুফতা বুশরা মিশমা বলেন, বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ, বাংলাদেশের প্রত্যেকটা ধূলিকণা, বাংলাদেশের মাটি শুধুমাত্র বাংলাদেশের। এর সম্পূর্ণ অধিকার বাংলাদেশের। অন্য কোনো দেশের অধিকার বাংলাদেশের ওপরে নেই। যদি কেউ এ ব্যাপারে কোনো অধিকার খাটাতে চায়, আমরা প্রতিহত করতে মাঠে থাকব, ইনশল্লাহ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির সংগঠক জাবেদ আরাফাত, মোহাম্মদ এরফানুল হক, মোসলেহ উদ্দিন খান, ইমন সৈয়দ, সাইদুর রহমান, ইয়াসিন আরাফাত সাজ্জাদ, মুনতাসির মাহমুদ, আরিফ মঈনুদ্দীন, আদনান তাহসিন, এস এম মুশফিক তাহসান।