সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

সাবেক এমপি মো. আশরাফ আর নেই

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২০

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব খুলনা-৩ আসনের সাবেক এমপি হুইপ মো. আশরাফ হোসেন (৮০) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন এই সাবেক হুইপ। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মো. আশরাফের পারিবারিক সূত্র জানায়, ২৫ দিন আগে মো. আশরাফকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তবে সম্প্রতি তাঁর হার্টের সমস্যা বেশি হচ্ছিল। শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে একপর্যায়ে মারা যান তিনি।

শনিবার (১৮ জুলাই) বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদে আশরাফের জানাজা অনুষ্ঠিত হবে।

বিএনপির মনোনয়ন নিয়ে খুলনা-৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মো. আশরাফ। এক সময় দলের যুগ্ম মহাসচিবও ছিলেন তিনি। এছাড়া শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকায় ছিলেন খুলনা জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের সভাপতিও ছিলেন তিনি। ১/১১-র সময় সংস্কারপন্থিতে যোগ দেওয়া অভিযোগ ওঠে আশরাফের বিরুদ্ধে। এর পর থেকে বিএনপির সঙ্গে সম্পৃক্ততা ছিল না তাঁর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া