Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রাস্তা পার হতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় বাদশা মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা মিয়া উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের মৃত জোর আলী ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে কুট্টাপাড়া মোড়ে বৃদ্ধ বাদশা মিয়া দিগন্ত পরিবহন থেকে নেমে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আশীষ কুমার স্যানাল কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনার পর ওই কাভার্ডভ্যানচালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটিকে জব্দ হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন শেষে পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ডে হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে : আইন উপদেষ্টা

সরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রকাশের সময় : ০৩:৩০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রাস্তা পার হতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় বাদশা মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা মিয়া উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের মৃত জোর আলী ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে কুট্টাপাড়া মোড়ে বৃদ্ধ বাদশা মিয়া দিগন্ত পরিবহন থেকে নেমে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আশীষ কুমার স্যানাল কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনার পর ওই কাভার্ডভ্যানচালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটিকে জব্দ হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন শেষে পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।