বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

সরকার পরিবর্তনে এখন আর জনগণের হাত নেই: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪
সরকার পরিবর্তনে এখন আর জনগণের হাত নেই: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক : 

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জিএম কাদের বলেন, সরকার পরিবর্তনে এখন জনগণের হাত নেই। জনগণের কথায় দেশ চলবে, জনগণের কথায় সরকার পরিবর্তন হবে- এমন কিছু ঘটছে না। দেশে জনগণের কথা বলারই অধিকার নেই। বলতে গেলেই নানা রকম সমস্যা।

শনিবার (১১ মে) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে দলটির ঢাকা মহানগর উত্তর আয়োজিত মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, সরকারের আমলে ধনী-দরিদ্রের বৈষম্য দিন দিন বাড়ছে। যার ফলে জনগণের মনে হতাশা বাড়ছে। সমাজের প্রত্যেক ক্ষেত্রে সরকার বৈষম্য সৃষ্টি করেছে। বৈষম্য সৃষ্টির জন্য নোবেল দেয়া হলে সেটি আওয়ামী লীগ পেতো। সরকারের দুরদর্শিতার অভাবে গ্যাস ও বিদ্যুৎ খাতে সঙ্কট দেখা দিয়েছে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে অতীতে কোনো সময় এত বেশি বৈষম্য ছিল না। বৈষম্য তৈরি করার জন্য যদি নোবেল প্রাইজ থাকতো, তাহলে বাংলাদেশের বর্তমান সরকার সেই নোবেল প্রাইজ পেত।

তিনি আরও বলেন, ‘আমি একটা দেশ পেলাম। আমার দেশের প্রজারা বলবেন, আমিই চালাব, আমিই সরকার গঠন করব, আমিই সরকার পরিবর্তন করব। কিন্তু এখন দেখেন, সেই অর্জন, প্রজাদের সেই মালিকানা ছিনতাই হয়ে গেছে। মালিকানা তাদের হাতে নেই! এটা হলো বাস্তব কথা।’

জিএম কাদের আরও বলেন, ‘এখন জনগণের কথায় যে চলবে, জনগণের কথায় যে সরকার পরিবর্তন হবে—এ রকম কোনো বিষয় ঘটছে না। জনগণের কথা বলারই অধিকার নেই।’

বর্তমান সরকার একটা শক্তি-সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে দেশটাকে দখল করে ফেলেছে—মন্তব্য করে তিনি আরও বলেন, ‘এখন জনগণের কথা নয়—তাদের কথায় জনগণকে চলতে হবে এবং তাদের কথায় বৈষম্য বা যাই হোক সৃষ্টি হবে। সেখানে জনগণের কোনো কথা বলার অধিকার নেই।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা চাই, বৈষম্যমুক্ত সমাজ। আর যারা বৈষম্য সৃষ্টি করছেন, আমরা চাই তারা নিপাত যাক।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমাদের বুঝতে হবে যে আমরা জনগণের পক্ষে থাকব নাকি সুযোগ-সুবিধার পক্ষে থাকব। জনগণের পক্ষে থাকতে গেলে ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। যারা সুযোগ-সুবিধার লোভে পড়ছেন, আমার দৃঢ় বিশ্বাস এই সুযোগ-সুবিধা অত্যন্ত স্বল্প সময়ের জন্য। সামনের দিকে তাদের প্রয়োজনীয়তা থাকবে না।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া