ফরিদপুর জেলা প্রতিনিধি :
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ভুয়া প্রতীক ব্যবহার করে ধানবীজ বিক্রয়ের দায়ে ফরিদপুরের সদরপুর উপজেলায় দুই ব্যবসায়িকে ১৫ হাজার টাকা জরিমানাসহ ১১৪ বস্তা ধানবীজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ নভেম্বর) উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাতরশি বাজার এলাকায় সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত দুজন হলেন- ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের রাজাপুর এলাকার আব্দুল গফফার ও সদরপুর সাড়ে সাতরশি এলাকার বাবুল কুমার সাহা। অভিযানে আব্দুল গফফারকে বস্তায় (বিএডিসি)-এর ভুয়া প্রতীক ব্যবহারের দায়ে ১০ হাজার ও বাবুল কুমারকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ধানবীজ বিক্রয়ের দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের নকল লোগো ব্যবহার ও অধিক মূল্যে ধানবীজ বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাসহ ১১৪ বস্তা নকল লোগো যুক্ত ধানবীজ জব্দ করা হয়েছে। পরবর্তীতে নিলামের মাধ্যমে ধানবীজ বিক্রি করে সরকারি রাজস্ব কোষাগারে জমা রাখা হবে।