অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শরীরিক অবস্থা সংকটাপন্ন। রেববার তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার জামাতা।
রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা করোনাভাইরাস সংক্রমণমুক্ত হলেও এক সপ্তাহ আগে হঠাৎ শারীরিক জটিলতা বাড়তে শুরু করে। তিনি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।
মাহবুবে আলমের সংকটাপন্নতার কথা গণমাধ্যমকে জানিয়েছে তার জামাতা সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রেজাউল হক।
আরও পড়ুন : অ্যাটর্নি জেনারেলের জন্য দোয়া চাইলেন আইনমন্ত্রী
রোববার সন্ধ্যায় তার সর্বশেষ অবস্থা জানিয়ে তিনি বলেন, জটিল অবস্থায় আছেন তিনি। অবস্থা খুব একটা ভালো না। দেখা যাক, ডাক্তাররা চেষ্টা করছেন। উনার অবস্থা খুবই ক্রিটিক্যাল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
গত ৪ঠা সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হন ৭১ বছর বয়সী মাহবুবে আলম। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ই সেপ্টেম্বর মাহবুবে আলমের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে আইসিইউতে নেয়া হয়।
ওই সময় আইনমন্ত্রী জানিয়েছিলেন, মাহবুবে আলমের সর্বশেষ করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছিল।