গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বিদ্যালয়টির একটি শ্রেণিকক্ষের কিছু অংশ পুড়ে গেছে।
শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বরমী ইউনিয়নের ১৩২ নম্বর গিলাশ্বর মরহুম আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। সকাল ৬টার দিকে খবর পেয়ে স্থানীয়রা গিয়ে আগুন নেভায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল করিম টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান শিক্ষক জানান, সকালে হাঁটাহাঁটি করার সময় স্থানীয় এক ব্যক্তি তাকে স্কুল ঘরে আগুন লাগার বিষয়টি জানান। পরে দ্রুত তিনি স্কুলে গিয়ে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভান। ততক্ষণে আগুনে শ্রেণিকক্ষের ৫ জোড়া বেঞ্চ, দুটি জানালা পুড়ে গেছে এবং তিনটি বৈদ্যুতিক পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলেও জানান তিনি। খবর পেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম ও শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিদ্যালয়টির পাশের মুদি দোকানি রাজু আহমেদ জানান, রাতে তিনি দোকানে ঘুমিয়েছিলেন। রাত প্রায় সোয়া তিনটার দিকে তিনি বিএনপির বিভিন্ন স্লোগান শুনতে পান। পরে বিদ্যালয়টির মাঠে ভাঙচুরের শব্দ পান।
সকাল পৌনে ৬টার দিকে আশপাশের মানুষজন ‘আগুন-আগুন’ বলে চিৎকার করলে দোকান থেকে বের হয়ে তিনি বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে আগুন দেখতে পান।
রাজু আহমেদ অভিযোগ করেন, ওই সময় দুর্বৃত্তদল তার দোকানের সামনে থাকা একটি বেঞ্চে আগুন দিয়ে তা পাশে বরমী-সাতখামাইর সড়কে ফেলে রাখে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিহাদ হাসান জানায়, বেলা ১১টার দিকে বিদ্যালয়ে গিয়ে মাঠে অনেক মানুষ দেখে অবাক হয় সে। পরে তাদের শ্রেণিকক্ষের ভেতর ঢুকে বেঞ্চগুলোর কয়লা অবস্থায় দেখে। সে বলে, ‘আমি অনেক কষ্ট পাইছি। অহন কই ক্লাস করাম!
উপজেলা সহকারী শিক্ষা অফিসার (বরমী ক্লাস্টার) হারুনুর রশীদ জানান, প্রধান শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়ে সকালেই স্কুল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বলেন, ‘বিষয়টি জানার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।