Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১২:৫৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
  • ১৮৭ জন দেখেছেন

নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী।

সকালে ধানমন্ডি আবহানী মাঠে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন। পরে বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে।

এ ছাড়া কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে।

১৯৪৯ সালের ৫ই আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাতবরণ করেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশের সময় : ১২:৫৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২

নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী।

সকালে ধানমন্ডি আবহানী মাঠে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন। পরে বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে।

এ ছাড়া কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে।

১৯৪৯ সালের ৫ই আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাতবরণ করেন তিনি।