বিনোদন ডেস্ক :
ভারতের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় আছেন নেহা ধুপিয়া। যদিও বর্তমানে সিনেমা আর মডেলিং করার থেকে রিয়েলিটি শো নিয়েই ব্যস্ত তিনি। এবার রিয়েলিটি শো রোডিকজের সেটেই ঘটে গেল বিপ্পতি। শুটিং করার সময় অজ্ঞান হয়ে পড়ে যান নেহা ধুপিয়া।
পিঙ্কভিলা থেকে জানা যায়, অভিনেত্রী অজ্ঞান হওয়ার পর সেটের সবাই বেশ ঘাবড়ে গিয়েছিলেন। তাকে হাসপাতালে নেয়ার কথাও ওঠে। যদিও এর মধ্যেই জ্ঞান ফেরে নেহার। এরপর অভিনেত্রী নিজেই হাসতাপালে যাওয়ার বিষয়টি নাকোজ করে শুটিং শুরু করতে বলেন। একটু সুস্থ হয়ে উঠে ফের শ্যুটিং চালিয়ে যান তিনি। জানা যাচ্ছে, শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরও কাজ চালিয়ে যাচ্ছিলেন নেহা। তাতেই এই বিপত্তি।
নেহা ধুপিয়া বলেন, এটি একটি ছোটখাটো স্বাস্থ্যগত সমস্যা ছিল, তবে আমি আবারও ফের নিজের পায়ে দাঁড়াতে পারছি। আমি কাজ নিয়ে আগের মতোই অনুপ্রাণিত ও উৎসাহী। রোডিজ সবসময় সীমাবদ্ধতা অতিক্রম করার কথা বলে। আর এই শো তাই আমাকেও প্রতিটি বাধা অতিক্রম করতে অনুপ্রাণিত করে। কোনও কিছুই আমাকে থামাতে পারবে না। অভিনেত্রী সকলকে আশ্বস্ত করেছেন যে তিনি ভালো আছেন এবং রোডিজের একজন গ্যাং লিডার হিসেবে তার যাত্রা চালিয়ে যেতে তিনি প্রস্তুত।
প্রসঙ্গত, রোডিজ-এর একটি প্রোমোতে নেহার অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার ঘটনাটি তুলে ধরা হয়েছে। সে সময় থেকেই অভিনেত্রীকে নিয়ে আলোচনা শুরু হয়। নেটিজেনদের অনেকেই প্রোমো শেয়ার করে অভিনেত্রীর বিষয়ে জানতে চেয়েছেন।