রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ
সংগৃহিত ছবি

শিমুলিয়া– কাঁঠালবাড়ী-নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে ফেরি চলাচল করছে। বৈরি আবহাওয়ার কারণে দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শুক্রবার (২১ আগস্ট) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ী লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য জানান।

আরও পড়ুন : বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার প্রথমে নৌরুটে ছোট লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ। দুপুরের পরে আবহাওয়া আরো খারাপ হলে সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। এতে শুক্রবার সকাল থেকেও নৌরুটের সকল লঞ্চ ও স্পিডবোট বন্ধ রয়েছে।

তবে ফেরি চলাচল করছে।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও ঝড়ো বাতাসে পদ্মানদী উত্তাল হয়ে উঠেছে। প্রচণ্ড স্রোত ও ঢেউয়ের কারণে ঝুঁকি থাকায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া