বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৯ দিন পর ফেরি চলাচল শুরু

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৯ দিন পর ফেরি চলাচল শুরু
শিমুলিয়া ঘাটের ছবি

দীর্ঘ ৯ দিন পর মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে পদ্মা নদীতে নাব্যতাসংকটের কারণে ৩ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত টানা নয় দিন ফেরি চলাচল বন্ধ ছিল।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে এ নৌপথে সীমিত আকারে ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, নাব্য সংকটের কারণে গত ৯ দিন বন্ধ থাকার পর গতকাল শুক্রবার বিকেলে পরীক্ষামূলকভাবে একটি রোরো ও ২ টি কেটাইপ ফেরি শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে।

আরও পড়ুন : ফেরিঘাট বন্ধ : ২১ জেলার যাত্রীর দুর্ভোগ চরমে

তবে কে-টাইপ ফেরি দুইটি ঘাটে পৌঁছালেও ডুবোচরে রোরো ফেরিটি আটকে যায়। পরে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ফেরিটি ডু্বােচর থেকে ঘাটে আশে। তবে সন্ধ্যা থেকে আবারও ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

নদী খনন করার পরে এখন যে অবস্থা রয়েছে তাতে কে ধরনের ফেরিগুলো চলাচল করতে পারবে। নদীতে আরও খনন করে পলি অপসারণের পর সকল ফেরি চলাচল করতে পারবে বলে জানান তারা।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ি ফেরি ঘাট ব্যবস্থাপক আবদুল আলীম জানান, সকাল থেকে কে ধরনের চারটি ফেরি চলাচল করছে। তবে নদীর পরিস্থিতি স্বাভাবিক হলে সব ফেরি চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া