মাদারীপুর জেলা প্রতিনিধি :
মাদারীপুরের শিবচরে দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা এলাকায় পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা গ্রামে এ ঘটনা ঘটে
তারা হলেন- আব্দুর রহিম (৩) ও সাফানা আক্তার (৫)। তারা একই গ্রামের সৌদি প্রবাসী সারোয়ার হোসেনের সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১১টার দিকে শিশু আব্দুর রহিম ও সাফানা আক্তার বাড়ির পাশে খেলা করছিল। এ সময় পরিবারের লোকজন রান্নার কাজে ব্যস্ত ছিল। খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে শিশু দুটি অসাবধানতাবশত পাশের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছু সময় পর পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। পরে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে এলাকাবাসী। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ওসি মোক্তার হোসেন বলেন, আমরা শুনেছি দুটি শিশু পানিতে ডুবে মারা গেছে। আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি।